দিল্লিতে নিজের বাড়িতে খুন হলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম।
মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারের বাড়িতে তাকে খুন করা হয়। খবর আনন্দবাজার।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, পেশায় আইনজীবী কিট্টিকে (৬৮) খুনের অভিযোগে রাজু লক্ষ্মণ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
২৪ বছরের ওই যুবক কিট্টির বাড়িতে ধোপার কাজ করত। পুলিশের দাবি, ডাকাতি করার উদ্দেশ্যেই সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল সে।
দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) ইঙ্গিতপ্রতাপ সিংহ জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টা নাগাদ দুজন সঙ্গী নিয়ে কিট্টির বাড়িতে গিয়েছিল রাজু। রাজু দরজার ঘণ্টি বাজালে তা খুলে দেয় কিট্টির গৃহকর্মী। ওই গৃহকর্মীকে একটি ঘরে আটকে রাখে সে। এর পর রাজুর সঙ্গীরা ওই বাড়িতে ঢুকে ডাকাতি করে। ডাকাতির সময় কিট্টিকে হেনস্তাও করা হয় বলে দাবি পুলিশের। তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।