মিজানুর রহমান, মেহেরপুর প্রতিনিধিঃ
লিচু বাগানের মালিকানা ও দখল নিয়ে এক রক্ষক্ষয়ী সংঘর্ষে মেহেরপুর জেলার গাংনী থানার সাহেবনগর (কাজিপুর) গ্রামে ২ পক্ষের ২ জন নিহত হন। আজ সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষ হয়। নিহতেরা হচ্ছেন কাজিপুর গ্রামের খবির উদ্দিনের পুত্র ডাবলু (৪০) এবং পাশবর্তী সাহেবনগর গ্রামের এসকেন সর্দারের পুত্র সানারুল ইসলাম (৩৮) বিষয়টি নিশ্চিতকরেছেন পীরতলা ক্যম্পের আইসি এস আই বাবলু মিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় কাজিপুর গ্রামের কেএনএসএইচ বালিকা বিদ্যালয়ের নিকতবর্তী গোলাম বাজারের পাশে ৩ বিঘা জমিতে লিচু বাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
সম্প্রতি বিজ্ঞ আদালত থেকে নিহত ডাবলু হোসেনের পক্ষ রায় প্রাপ্ত হন। অপর দিকে সাহেবনগর গ্রামের ইউপি সদস্য হাবিবর রহমান পক্ষ তা মেনে নিতে পারেন নি। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে আজ সন্ধায় উভয়পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে দুই পক্ষের দুইজন নিহত হয়। আহত হয় আরোও ৩ জন, ১জনকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয় বেল স্থানীয় সূতে জানা যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) ওবাইদুর রহমান সাংবাদিকদের জানান,ঘটনাস্থেল পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে,ঘটনার তদন্ত অব্যাহত আছে।
এপিএস/১৬মে/মিজান/মেহেরপুর