মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের চড়ক গাছিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত আনুমানিক রাত ১ টার দিকে ইউনুস মৃধার বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুন লাগানোর সময় তাদের বাড়ির লোক জন অন্য ঘরে ঘুমিয়েছিলে। ওই ঘরে কেউ না থাকার কারণে তারা মৃত্যুর থেকে বেঁচে যায়। ২১ জুন নির্বাচনী সহিংসতাকে ঘিরে তাদের মধ্যে দ্বিধা- দ্বন্দ্বের সৃষ্টি হয়। নির্বাচনে ইউনুস মৃধা নৌকা সমর্থক ছিলেন বলে স্থানীয়রা জানান। ইউনুস মৃধা নৌকার বিরোধী প্রার্থী এডভোকেট হুমায়ুন কবিরের আনারস মার্কার সমর্থন না করায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তবে যাদের সাথে শত্রুতা রয়েছে তারাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা।
ক্ষতিগ্রস্থ ইউনুস মৃধা ও তার পরিবার জানান, পূর্বপরিকল্পিত ঘটনা এটি। এর মূল উদ্যেশ্য আমাদেরকে সর্বস্বান্ত করা। এই ঘটনায় অন্তত ৩-৪ লক্ষ টাকা সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবী করেন তিনি। সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে।
এ বিষয়ে অভিযুক্ত নজরুল পিতা আজহার, দেলোয়ার পিতা মৃত নূর মোহাম্মদ, হারুন পিতা মমিন উদ্দিন,মামুন পিতা শামসু খলিফা,ফোরকান পিতা রাজ্জাক, জাকির পিত জব্বার মোল্লা,আওউল পিতা নুর মোহাম্মেদ, সহ ১৫-১৮ জন তাঁর তাদের বাড়িতে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি পরিবারের।
ঘটনার বিবরণ সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে বরগুনা থানা অফিসার ইন চার্জ কে. এম. তারিকুল ইসলাম জানান, বর্তমান সময়ে গ্রামাঞ্চলে নির্বাচনী আক্রোশ মেটাতে এমন অপ্রীতিকর ঘটনা অনেকটা ন্যাক্কারজনক। তবে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।