কুড়িগ্রাম প্রতিনিধি
এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০০ পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী দিয়েছেন নাগেশ্বরী উপজেলার যুব মহিলা লীগের আহ্বায়ক জাকিয়া সুলতানা বুবলী। গত ৮ মে থেকে এসকল পরিবারে খাদ্য সহায়তাসহ নগদ অর্থও প্রদান করে আসছেন তিনি।
এছাড়াও নাগেশ্বরীর ট্রাক শ্রমিকদের ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন তিনি। নাগেশ্বরী কলেজ মোড়স্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আরা ট্রেডিং-এ এই নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন নাগেশ্বরী যুব মহিলা লীগের আহবায়ক জাকিয়া সুলতানা বুবলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম, বেলাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। এসব অর্থ শ্রমিকদের মধ্যে বিতরণ করবেন ট্রাক শ্রমিক নেতারা।
নাগেশরী পৌরসভার ৯টি ওয়ার্ডে ছাত্রলীগ ও পৌর যুবলীগের নেতাদের মাধ্যমে অসহায় ও দু:স্থ সাড়ে তিনশ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও মিষ্টি কুমড়া বিতরণ করেন এবং তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের কয়েকজনের মধ্যে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, মিষ্টি কুমড়া ছাড়াও নগদ এক হাজার টাকা করে সহায়তা দেন বুবলি। এভাবে এ পর্যন্ত তিনি ৫ শতাধিক অসচ্ছল পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
যুবমহিলা লীগ নেত্রী বুবলি জানান, করোনার এমন অবস্থায় সমাজের সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান।
এপিএস/১৪মে/কুড়ি