পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর দশমিনায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী অফিস অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও কর্মী সমার্থককে কুপিয়ে আহত করার অভিযোগ। শনিবার রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে দু’টি ইউনিয়নে এ তান্ডবে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের রাত সাড়ে ৮টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের মো. মাইনুল ইসলাম বাচ্চুর সমার্থক কর্মীরা নৌকা প্রর্তীকের সমার্থক কর্মীদের ওপর দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে ১০ কর্মীকে আহত করে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় মো. মামুন মৃধা (৩০) ও মো. মশিউর রহমান চাঁন (৪৩) কে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়। বাকী ৬জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ব্যাপারে আনারস প্রতীকের চেয়াম্যান প্রার্থী মো. মাইনুল ইসলাম জানান, আমার বিজয় নিশ্চিত জেনে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে।
এদিকে, আলীপুরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টেলিফোন প্রতীকের মো. ইকবাল হোসেন হাওলাদারের তিনটি নির্বাচনীয় অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমানের সমার্থক কর্মীরা এ ভাংচুর চালায় বলে অভিযোগ স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থীর। ওই দিন মধ্যে রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরা এবিসি মাধ্যমিক বিদ্যালয় সামনে নৌকা প্রতীকের নির্বাচনীয় অফিস পুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন চেয়ারম্যার প্রার্থী মো. মিজানুর রহমান।
তিনি এ প্রতিনিধিকে ফোন করে জানান কে বা কাহারা রাতের আধারে আমার নির্বাচনীয় অফিস পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ওই দু’টি ইউনিয়নের ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দশমিনা থানা ওসি মো. জসিম জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।