মেহেরপুর প্রতিনিধি
মিজানুর রহমানঃ মেহেরপুরে স্থানীয় একটি পত্রিকার সম্পাদক সহ তিনজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবাইদুর রহমান জানান, মেহেরপুরের স্থানীয় পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এ এস এম ইমন ও যুগ্ন সম্পাদক আল আমিনের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। মামলা নং ১২ তাং ১৩-০৫-২০২০ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহাবুল ইসলাম জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়া হবে।
মামলার ১ নং আসামী ও দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন জানান, মামলার বিষয়টি তিনি শুনেছেন। প্রকাশিত সংবাদের স্বপক্ষের সকল তথ্য উপাত্ত আমাদের কাছে রয়েছে। মামলাটি আইনগত ভাবেই মোকাবেলা করা হবে। উল্লেখ্য গত ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক এমপি মকবুলের কান্ড। ২৬ বছর দখলে রেখেছে পরে বাড়ি শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
এপিএস/১৪মে/মিজানুর