সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে চেতনানাশক খাইয়ে চুরি, গ্রেফতার ৫ - APSNews24.Com

সুন্দরগঞ্জে চেতনানাশক খাইয়ে চুরি, গ্রেফতার ৫

সুন্দরগঞ্জে চেতনানাশক খাইয়ে চুরি, গ্রেফতার ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক বাড়িতে চেতনানাশক ঔষধ খাইয়ে টাকা-পয়সার স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায় চেতনানাশক সিন্ডিকেটের সদস্যরা। বিষয়টি থানা জানানো হলে চেতনানাশক সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০২০ সালে ১৪ ই আগস্ট উপজেলার কান্দি ইউনিয়ন এ নিজপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে একই ঘটনা ঘটে। খাওয়া-দাওয়া শেষ করে রাতে ঘুমাতে যায় তারপর এই সিন্ডিকেটের সদস্যরা আলমারি দরজা ভেঙ্গে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে চলে যায়। সকালে গ্রামের লোকজন দেখে তারা অচেতন অবস্থায় পড়ে আছে।

ওই ঘটনার মূল হোতা ছিলেন ওই বাড়ির কাজের লোক আবুল হোসেন। আবার একই সিন্ডিকেটের সদস্যরা ১০ই মে সোনারায় ইউনিয়নের রঞ্জিত সরকারের বাড়িতে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে যায়। পরের দিন সকাল ১১টার সময় জাগনা পেয়ে দেখে আলমারি দরজা ভাঙ্গা,ডয়ার থেকে নগদ টাকাসহ স্বর্ণ অলংকার নিয়ে গেছে। সোনারা ইউনিয়নের দীনবন্ধু সরকারের ছেলে রঞ্জিত সরকার বাদী হয়ে একটি মামলা করেন। পরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওসি আব্দুল্লাহিল জামান ,পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার দুর্গম চরে অভিযান চালিয়ে চেতনানাশক সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন নলকূপের ভিতর ও লবণের মিশিয়ে এবং স্প্রে করে তারা এই কাজ করেন। এই ওষুধের মেয়াদ ৭২ ঘন্টা পর্যন্ত থাকে। গ্রেপ্তার কৃতরা হলেন পীরগাছা উপজেলা রহমতের চর গ্রামের আমিন উদ্দিনের ছেলে নুর ইসলাম, বলিহার গ্রামের ছফের উদ্দিনের ছেলে সাজু মিয়াঁ, কান্দির হাট নিজ পাড়া মৃত্যু ঝডু মামুন এর ছেলে আবুল হোসেন ও তালুক কান্দি গ্রামের আব্দুস ছামাদ মিয়ার ছেলে মঞ্জু মিয়া,ও শাহ আলম মিয়া কে গ্রেফতার করেন। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

ফুলবাড়ী ডিগ্রী কলেজে আন্ত:বিভাগ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলবাড়ী ডিগ্রী কলেজে আন্ত:বিভাগ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj