কুড়িগ্রাম প্রতিনিধি
এজি লাভলু, কুড়িগ্রাম: করোনাভাইরাস কোভিড-১৯ এর মহামারীতে জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। সাধারণ মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়।
এরকম দু:সময়ে ও শ্রমিক সংকটে ১১ মে (সোমবার) সকাল ১১ টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের (সিনেমা হলের পিছনে) শাহ আলম নামের এক কৃষকের ৪০ শতাংশ ধান কেটে মাড়াই করে দিল ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।
ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ারুল কবির রুবেলের নের্তৃত্বে আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সেরা, মিজানুর রহমান, মো: মোসাব্বির রহমান হ্যাভেন, মমরেজ সরকার টুটুল, এরশাদ, হামিদুল ইসলাম, জয় হাসান, মুসাদিকুজ্জাসান রুবেল, মমিন ইসলাম, সজল পোদ্দার, মাসুদ রানা, আনিছুর রহমান আকাশ, রাবু ব্যাপারী, রেনেসাঁ সরকার, লোকমান হোসেন, শামীম মিয়াসহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ারুল কবির রুবেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ এক অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিলাম। আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
এপিএস/এজি লাভলু/কুড়িগ্রাম