প্রতিদিনই একদিনে সংক্রমণের বিশ্বরেকর্ড ভাঙছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন চার লাখ ১৪ হাজার ৫৫৪ মানুষ। একইসময়ে মারা গেছেন তিন হাজার ৯২৭ জন। এ নিয়ে টানা ১০ দিন দেশটিতে তিন হাজারের বেশি রোগী মারা গেলেন। শুক্রবার (৭ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, গত দশদিনে ভারতে ৩৬ হাজার ১১০ জন করোনা রোগীর মৃত্যু ঘটেছে। দশদিন সময়সীমা হিসেব করলে এটাই বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এইদিক থেকে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র, সেখানে মৃতের সংখ্যা ছিল ৩৪ হাজার ৭৯৮। ৩২ হাজার ৬৯২ মৃত্যু নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল।
ভারতের রাজ্যগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, সংখ্যা ৮৫৩। উত্তর প্রদেশ, দিল্লি, কর্ণাটক- এই তিন রাজ্যে মৃতের সংখ্যা ৩০০ এর বেশি। ছত্তিশগড়েও একদিনে মৃত ছাড়িয়েছে ২০০।