সব
facebook apsnews24.com
জি.এম.শিমুলেরর কবিতা "লকডাউন" - APSNews24.Com

জি.এম.শিমুলেরর কবিতা “লকডাউন”

জি.এম.শিমুলেরর কবিতা “লকডাউন”

  • জি.এম.শিমুল

হুনছোনি মজিদ ভাই!
দেশে তো আবার লকডাউন দিছে তাই।
হুইন্না মুই শান্তি পাইলাম ভাই,
কয়েকটা দিন অহন আর কোনো কাম কাইজ নাই।
অহন জদি খাওনটাও পাই,
তাইলেই তো মোরা বাইচ্চা যাই।
না খাইলে কি আর শান্তি পাই ভাই।
কামলাগো আবার শান্তি ভাই,
মোগো তো আর কারি কারি টাহা নাই।
টাহাওয়ালাগো বিলাশিতা ভাই,
মোরা তো দিন আনি,দিন খাই।
মোগো তো আর বিলাশিতা নাই।
কাম না করলে খামু কি ভাই?
খাওন ছাড়া শান্তি দিয়া করমু কি ভাই?
হুনছি! সরকার দেয় কারি কারি টাহা!
মোরা কি তায় এদেশের নাগরিক না?
মোগো টাহা কার পকেটে ভাই,
দুইবেলা দুইমুঠো খাওনই তো চাই।
আর তো মোগো কোনো দাবি দাওয়া নাই।
মুই মজিদের দাবি একটাই,
মুই কাম কইরা দুইবেলা পেট ভইরা খাইতে চাই।
মুই চাই না কোনো লকডাউন ভাই।
মরতে চাই না, না খাইয়া ভাই।
মোগো কি বাচার কোনো অধিকার নাই?
মোরাও তো এদেশ নাগরিক ভাই।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj