সব
facebook apsnews24.com
ব্যথার মহা সাগরে - APSNews24.Com

ব্যথার মহা সাগরে

ব্যথার মহা সাগরে

মোঃ আনিসুর রহমান আগুন

তুমি আমাকে আর কি কাঁদাবে!
আমি ত দিনরাত কেবল কেঁদেই চলেছি,
তুমি আমাকে আর কি দোষী বলবে!
আমি দোষী সে কথা ত অনেক আগেই বলেছি।

তুৃমি আর আমাকে কি জ্বালাবে!
আমি ত নিজেই এক জলন্ত আগুন,
তুমি আমাকে আর কি খুন করবে!
আমি ত অনেক আগেই হয়েছি খুন

তুমি আর আমাকে কি ব্যথা দিবে!
আমি ত ব্যথার মহা সাগরে ডুবেই আছি,
তুমি আর আমাকে কি অভিশাপ দিবে!
আমি ত অভিশাপের বোঝা মাথায় নিয়েই বাঁচি।

তুমি আর আমাকে কি পরাস্ত করবে!
আমি ত পরাজিত সৈনিকের মতই পথ চলছি,
তুমি আর আমাকে কি আঘাত করবে!
আমি ত আঘাত পেতে পেতে ইস্পাত হয়ে গেছি।

তুমি আর আমাকে কিসের ভয় দেখাবে!
আমি ত ভয়ে নির্বোধ বালকের মত রোমাঞ্চিত,
তুমি আর আমার কি স্বপ্ন ভাঙ্গবে!
আমি ত স্বপ্নহীন আশাহীন দিশেহারা বঞ্চিত।

তুমি আর আমার কতটুকু অশ্রু ঝরাবে!
মম অশ্রুধারায় আমি সাগর মহাসাগর সমঃ
তুমি আর আমাকে কত কষ্ট দিবে!
এজীবন যে কেবলি কষ্টার্জিত প্রিয়তম।

তুমি আর আমার মন কি ভাঙ্গবে!
আমি ত ভাঙ্গা মনকে কবরস্থ করেছি,
তুমি আর আমাকে কতটুকু যন্ত্রণা দিবে!
আমি ত অসহ্য যন্ত্রণায় অনেক আগেই মরেছি।

তুমি আর আমার হৃদয় কি পুড়বে!
আমার হৃদয় ত বহুদিন হল পুড়ে ছারখার,
তুমি আর আমাকে কি ঘৃণা করবে!
আমি ত নিজেকে নিজেই ঘৃণা করি বারবার।

  (উৎসর্গ- ভুল মনের মানুষকে)

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj