যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও চিত্র সরিয়ে ফেলেছে ফেসবুক। ওই ভিডিও চিত্রটি ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। ফেসবুক বলেছে, ট্রাম্পের কণ্ঠস্বর–সংবলিত কনটেন্ট (অডিও, ভিডিও) ভবিষ্যতে পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করে ফেসবুক। ওই সময় তাঁর বিরুদ্ধে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেওয়ার অভিযোগ ছিল।
ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের স্ত্রী লারা ট্রাম্প। তিনি বর্তমানে ফক্স নিউজের একজন প্রদায়ক হিসেবে কাজ করছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্পের নেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারের কিছু অংশ তিনি পোস্ট করেছিলেন। তাতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
ভিডিও চিত্রটি সরিয়ে ফেলার পর ফেসবুক কর্তৃপক্ষ লারা ট্রাম্পকে একটি ই-মেইল করে। সেই মেইলের একটি স্ক্রিনশট পরে ফেসবুকেই পোস্ট করেন লারা। তাতে লেখা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং তাঁর কণ্ঠস্বর–সংবলিত কনটেন্ট ভবিষ্যতে পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা হবে এবং এ কারণে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।বিজ্ঞাপন
এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক ওয়েবসাইট নিয়ে আবার ফিরে এসেছেন অনলাইন দুনিয়ায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, নিজেদের ব্যক্তিগত অফিসের কাজ করতে নতুন ওয়েবসাইট নিয়ে এসেছেন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। ওয়েবসাইটটির নাম হলো ৪৫অফিস ডটকম।
এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছেন বলে কিছুদিন আগে খবর বেরিয়েছিল। তখন জানা গিয়েছিল, দুই থেকে তিন মাসের মধ্যে তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম আসছে।