সব
facebook apsnews24.com
নির্বাচনী প্রচারে মোদির সঙ্গে কলকাতায় অক্ষয় - APSNews24.Com

নির্বাচনী প্রচারে মোদির সঙ্গে কলকাতায় অক্ষয়

নির্বাচনী প্রচারে মোদির সঙ্গে কলকাতায় অক্ষয়

কলকাতার ‘মহাগুরু’ থেকে মুম্বাইয়ের ‘খিলাড়ি’— সর্বভারতীয় তারকা দিয়েই ছক্কা মারতে চাইছে বিজেপি। রবিবার কলকাতায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে থাকছেন অক্ষয় কুমার।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ এ খবর চাউর করলেন। তা নিয়েই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সরগরম অবস্থা।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, মিঠুন চক্রবর্তী শনিবার রাতেই কলকাতায় পৌঁছান। রবিবার আসছেন অক্ষয়ও। রুদ্রনীলের আরও দাবি, স্থানীয় তারকাদের বড় একটি ঝাঁক থাকবে মোদির মঞ্চে। তবে সবই সময়ে প্রমাণসাপেক্ষ। কারণ, জল্পনায় অনেকের নাম থাকলেও অনেক সময়েই দেখা গেছে, তা বাস্তবের সঙ্গে মিলছে না। অনেক তারকা কথা দিয়েও পিছিয়ে যান।

রুদ্রনীল অবশ্য বলেন, ‘‘ব্রিগ্রেডে অক্ষয় কুমার তো থাকছেনই। তা ছাড়াও বাংলার বড় স্টাররা থাকবেন। যাদের আগে দেখা যায়নি।’’

মোদির সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। ২০১৭ সালে অভিনেতার ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ ছিল প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রচারের অংশ। একাধিক সময়ে প্রধানমন্ত্রীর হয়ে মুখ খুলেছেন তিনি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদির সাক্ষাৎকারও নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার নিয়ে বিরোধীদের তিক্ত আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলিউড সুপারস্টারকে। বিরোধীরা অভিযোগ করেন, অক্ষয় প্রধানমন্ত্রীকে ‘ছেলে ভোলানো’ এবং ‘বোকা বোকা’ প্রশ্ন করেছিলেন। যেমন; মোদি আম কীভাবে খান। খোসা ছাড়িয়ে? নাকি না ছাড়িয়ে? ওই সাক্ষাৎকারে প্রশ্নের মান নিয়ে অবশ্য অক্ষয় কোনো সমালোচনার তোয়াক্কা করেননি।

এ দিকে তৃণমূল বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে স্থান পেয়েছে ১৫ জন তারকা। বিজেপির পক্ষ থেকেও থাকছে একাধিক তারকা মুখ।

আপনার মতামত লিখুন :

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj