লকডাউন আরো তিন সপ্তাহ বাড়াতে চায় জার্মান সরকার। মঙ্গলবার জার্মানির কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মার্চের ২৮ তারিখ পর্যন্ত লকডাউন বাড়ানো হবে।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরে গোটা জার্মানি জুড়ে নতুন করে লকডাউন শুরু হয়ে। গত বছরের শেষ পর্ব থেকেই সেখানে লকডাউন চলছে। আগামী ৭ মার্চ লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপ এখনো যথেষ্ট কমেনি। ফলে লকডাউন আরো তিন সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করেছে প্রশাসন।
লকডাউন বাড়ানো হলেও এবার বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
যে সব অঞ্চলে করোনার প্রকোপ খানিকটা কমেছে, সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে। এখন দুই জনের বেশি দেখা করতে পারছেন না। নতুন নিয়মে এক জায়গায় পাঁচজন দেখা করতে পারবেন। অর্থাৎ দুইটি পরিবারের পাঁচজন একসঙ্গে এক জায়গায় থাকতে পারবেন।
যে সব অঞ্চলে করোনার প্রকোপ অনেকটা কম, সেখানে ১০জন পর্যন্ত দেখা করতে পারবেন।
সাধারণ দোকান, বইয়ের দোকান, ফুলের দোকান খোলার পাশাপাশি খোলার অনুমতি দেওয়া হতে পারে।