হঠাৎ অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। রয়্যাল প্যালেস থেকে জানানো হয়েছে, ৯৯ বছর বয়সী ফিলিপ নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান।
তার সমস্যা করোনাভাইরাস সংক্রান্ত নয় বলে নিশ্চিত করা হয়েছে প্যালেস থেকে। বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যাওয়ার পর ডাক্তারের পরামর্শে ভর্তি হন তিনি। সেখানে কয়েক দিন থাকবেন।
বিবিসি জানিয়েছে, ফিলিপ সেন্ট্রাল লন্ডনের এডওয়ার্ড হাসপাতালে ভর্তি আছেন। কয়েক দিন ধরেই তিন অসুস্থ বোধ করছিলেন।
২০১৭ সালে রাজকীয় দায়িত্ব থেকে অবসর নেন বিতর্কিত সব মন্তব্যের জন্য পরিচিত এই রাজা। অবসর নিলেও ৯৪ বছর বয়সী স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে তাকে সরকারি কাজে অংশ নিতে দেখা যায়।
গত বিবাহবার্ষিকীতে ধূমপান ছেড়েছেন। এখন আর আগের মতো মদপানও করেন না।
ফিলিপ তার কয়েকটি মন্তব্যের জন্য বেশ সমালোচিত। ১৯৮৬ সালে চীন সফরের সময় সেখানে একদল ব্রিটিশ ছাত্রদের বলেন, ‘এ দেশে বেশি দিন থাকলে তোমাদের চোখ কিন্তু সরু হয়ে যাবে!’
আরও বড় বিতর্কের মুখে পড়েন ১৯৯৪ সালে কেইম্যান দ্বীপ সফরের সময়। স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তিকে এভাবে প্রশ্ন করেন, ‘আপনাদের অধিকাংশই তো জলদস্যুদের বংশধর, তাই না?’
ফিলিপ গত মাসে করোনার টিকা নিয়েছেন। পারিবারিক চিকিৎসকের মাধ্যমে তার স্ত্রী এলিজাবেথও একই দিন টিকা নেন।