তালহা জাহিদ, বরিশালঃ আজ (১৩ ফেব্রুয়ারী) গভীর রাতে একটি বাসে ডাকাতিকালে ৭ ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ০২ টি, চাকু-০৪ টি, মোবাইল-০৬টি এবং সীমকার্ড-১২টি উদ্ধার করা হয়। ঢাকা মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পদ্মার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব-৮এর ফরিদপুর ক্যাম্প।
আটককৃতরা হলো, ১। মোঃ আব্দুল জলিল(৪০), পিতা-মৃত মুন্নাফ, সাং- কাউটিয়া, থানা- ঘেউর, ২। মোঃ লিটন(২০), পিতা-মোঃ আহম্মদ আলী, সাং-কালই, ৩। মোঃ শেখ জুয়েল(২০), পিতা-শেখ গফুর, সাং-কুকুর হাটি, উভয় থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ, ৪। মোঃ মিলন মিয়া(২০), পিতা-মোঃ আতিয়ার রহমান, ৫। মোঃ পাপুল ইসলাম(২০), পিতা-মৃত মুকুল রহমান, উভয় সাং-কেশরগাড়ি, থানা-পলাশবাড়ি, জেলা-গাইবান্ধা, ৬। মোঃ শহিদুল ইসলাম(২০), পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং-চতরা অনন্তপুর, ৭। শ্রী উজ্জল চন্দ্র মহন্ত(২৪), পিতা-বিপীন চন্দ্র মহন্ত, সাং-চতরা অনন্তপুর, উভয় থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় ডাকাতি প্রস্তুত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।