বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় স্থিতিশীল হয়ে এসেছে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ। তবে এখনো লাগাম টেনে ধরা যায়নি করোনায় মৃত্যুর সংখ্যার।
ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ লাখ সাড়ে ৩৭ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ১৩ হাজারের বেশি।
গত ৮ জানুয়ারি প্রায় ৮ লাখ সাড়ে ৪৫ হাজার জন করোনা সংক্রমিত হন যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে করোনা সংক্রমণ নিম্নমুখী হয়। গত ৮ ফেব্রুয়ারি ৩ লাখ ২৪ হাজারের মতো সংক্রমিত হয়।
গত ২০ জানুয়ারি করোনায় সর্বোচ্চ ১৭ হাজার ৫৯৪ জনের মৃত্যু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি ৮ হাজার ২২০ জন মারা যান। তবে ফের করোনায় মৃত্যু ঊর্ধ্বমুখী হয়। সংক্রমণ স্থিতিশীল হলেও মৃত্যু তেমন কমছে না।
করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৮৩ লাখে। এখন পর্যন্ত মারা গেছেন ২৩ লাখ ৭৯ হাজারের মতো।
সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩ হাজারের মতো শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩ হাজারের বেশি। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখে। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮৭ হাজারের মতো।