যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসনের শুনানি চলতি সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সিনেট নেতারা এ নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন। হাউস ম্যানেজার ও ট্রাম্পের পক্ষের আইনজীবীদের ১৬ ঘণ্টা করে তাদের যুক্তিতর্ক ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ দেওয়া হবে।
গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে এই অভিশংসনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিনেটের প্রধান দলের নেতা চাক শুমার গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রায়ালের নিয়মগুলোর বিষয়ে সিনেটের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের পাশাপাশি হাউস ম্যানেজার ও ট্রাম্পের আইনি দলও সম্মত হয়েছে।
মঙ্গলবার সিনেটে ট্রায়ালের নিয়মের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হবে এবং শুরুতেই ট্রায়ালের সাংবিধানিক বৈধতা ও কাঠামো নিয়ে ৪ ঘণ্টা যুক্তিতর্ক হবে। এরপর শুনানির পক্ষে-বিপক্ষে ভোট চলবে। ভোটে অধিকাংশ নেতাই শুনানির পক্ষে ভোট দেবেন বলে পূর্বাভাস দিয়েছে সিএনএন।
অধিকাংশ ভোট শুনানির পক্ষে গেলে স্থানীয় সময় বুধবার দুপুরে হাউস ম্যানেজাররা সিনেটে তাদের উপস্থাপনা শুরু করবেন। দুই দিন ধরে ১৬ ঘণ্টা সময় নিয়ে তারা ট্রাম্পের অভিশংসনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
এরপর ট্রাম্পের পক্ষের আইনজীবীরাও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দুই দিন সময় পাবেন।