সব
facebook apsnews24.com
এবার সু চির ডান হাত গ্রেপ্তার - APSNews24.Com

এবার সু চির ডান হাত গ্রেপ্তার

এবার সু চির ডান হাত গ্রেপ্তার

মিয়ানমারের নেত্রী অং সান সু চির পর এবার গ্রেপ্তার করা হয়েছে তার দলের গুরুত্বপূর্ণ নেতা উইন হেটেনকেও। তিনি সু চির ডান হাত হিসেবে পরিচিত।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার মাঝরাতে ইয়াঙ্গুনে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, উইন হেটেন বৃহস্পতিবার বিকেলে নেপিডো থেকে ইয়াঙ্গুনে যান। সেখানে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনএলডির মুখপাত্র কি টোয়ে বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ এ নেতাকে নেপিডোতে পুলিশ স্টেশনে আটক করে রাখা হয়েছে।’

৭৯ বছরের উইন হেটেন এর আগে দীর্ঘকাল রাজবন্দী ছিলেন। সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময়ে আটক করা হয়। আন্তর্জাতিক ও মিয়ানমারের গণমাধ্যমে সু চি কী ভাবছেন সেটি জানার চেষ্টা করা হয় এ নেতার মাধ্যমে।

সেনা অভ্যুত্থানের পর স্থানীয় সংবাদমাধ্যমকে উইন হেটেন বলেন, ‘সেনাবাহিনী আমাদের সরকারকে ধ্বংস করে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে। দেশের প্রত্যেককে যতটা সম্ভব প্রতিবাদ জানাতে হবে।’

সোমবার ভোরে এক সামরিক অভ্যুত্থানে আটক করা হয় নির্বাচনে জেতা গণতন্ত্রপন্থী নেত্রী সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ এনএলডির শীর্ষ নেতাদের। একদিন পর আটক করা হয় পার্লামেন্টের প্রায় ৪০০ আইনপ্রণেতাকে। নেপিডোতে সরকারি একটি হাউজিং কমপ্লেক্সে উন্মুক্ত বন্দীশালায় তাদের রাখা হয়েছে।

নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে এ অভ্যুত্থান ঘটান সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইয়াং। সোমবার নির্বাচিত সরকারের প্রথম পার্লামেন্ট অধিবেশন হওয়ার কথা ছিল।

আপনার মতামত লিখুন :

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

ইরান-ইসরায়েল সংকট আরও ঘনীভূত হচ্ছে কি

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj