মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়েছে। জরুরি অবস্থা জারি করে সশস্ত্র বাহিনীর প্রধানের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছে সেনাবাহিনী।
রাজধানী নেইপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং কিছু টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিবিসি জানায়, আকস্মিক জরুরি অবস্থার মুখে পড়ে টাকা তোলার জন্য ব্যাংকে ভিড় করে মানুষ। ইয়াঙ্গুনসহ প্রধান শহরগুলোতে এটিএম বুথের সামনে লম্বা লাইন দেখা গেছে।
তবে মিয়ানমারের ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে দেশটির বর্তমান অবস্থার কথা তুলে ধরে জানানো হয়েছে যে, ইন্টারনেট সংযোগ দুর্বল থাকার কারণে ব্যাংকগুলোতে সোমবার সব ধরনের অর্থনৈতিক সেবা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয় যে, এর মধ্যে ব্যাংকগুলো বন্ধের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেবে এবং এরপরই কবে থেকে আবার তাদের সেবা চালু হবে সে বিষয়ে জানাবে।
মিয়ানমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নির্দেশনার বরাত দিয়ে দেশটির কানবাওজা ব্যাংক তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে, সাময়িকভাবে তাদের ব্যাংকের শাখাগুলো কার্যক্রম বন্ধ রাখবে।