সব
facebook apsnews24.com
প্রতিদিন ১০ কিলোমিটার পথ হেঁটে অনলাইন ক্লাস - APSNews24.Com

প্রতিদিন ১০ কিলোমিটার পথ হেঁটে অনলাইন ক্লাস

প্রতিদিন ১০ কিলোমিটার পথ হেঁটে অনলাইন ক্লাস

জর্জিয়ার পূর্বাঞ্চলীয় মিউনিসিপ্যালিটি আখমেটায় আলেকসান্দ্রে টিসোটসকোলারি নামের ১১ বছরের বয়সী এক শিশুর বাস। করোনার প্রাদুর্ভাবের আগে সে প্রতিদিনই স্কুল যেত। তবে দেশটিতে করোনার সংক্রমণ শুরু হলে সেখানকার সরকার সব শিক্ষা প্ৰতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করে। নিজ গ্রামে ইন্টারনেট না পাওয়ায় প্রতিদিন ১০ কিলোমিটার পথ হেঁটে এক কুঁড়েতে গিয়ে অনলাইনে ক্লাস করছে ছোট্ট আলেকসান্দ্রে।

আলেকসান্দ্রে আখমেটা মিউনিসিপ্যালিটির অধীনস্ত খেভিসচালা গ্রামের অধিবাসী।

এক সাক্ষাৎকারে আলেকসান্দ্রে জানিয়েছে, প্রতিদিন সকাল ৯টা ৫০ মিনিটে আমার স্কুল শুরু হয়। আগে প্রতিদিন দুই ঘণ্টা ক্লাস হতো তবে বর্তমানে ক্লাসের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আমার বাবা আমাকে ক্লাস করার জন্য বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে একটা ছোটো কুঁড়েঘর বানিয়ে দিয়েছেন।

বাড়ি থেকে কুঁড়েঘরে আসতে হলে পথে কয়েকটা ছোটো নদী পার হতে হয় আলেকসান্দ্রেকে।

সে জানায়, প্রথমদিকে এ কুঁড়েঘরের সামনে একটি ছোটো দরজা ছিলো, পরে সেটিকে সরিয়ে ফেলা হয় কেননা এ ধরণের দরজা ইন্টারনেট সিগন্যালের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কয়েকদিন আগে আমার একমাত্র কম্পিউটারটিও নষ্ট হয়ে যায়, এখন তাই অনলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্য আমার একমাত্র ভরসা মোবাইল ফোন। কিন্তু সব সময় মোবাইল ফোন ব্যবহার করেও ক্লাসে যোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।

আলেকসান্দ্রের মা জানান, তিনি কয়েকবার তার ছেলেকে স্থানীয় একটি স্কুলে ভর্তির চেষ্টা করেছিলেন, তবে মূল প্রতিবন্ধকতা হচ্ছে তার পরিবারের কারও নিজস্ব গাড়ি নেই।

জর্জিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি পরিবহন সমস্যার কথা উল্লেখ করে চিঠিও পাঠিয়েছিলেন। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও এ সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানান।

আলেক্সান্দ্রের গ্রামের বেশিরভাগ অধিবাসী প্রবীণ এবং পুরো গ্রামের মধ্যে একমাত্র সে স্কুলে যায়। এ কারণে সেখানে ইন্টারনেট পরিষেবা সংযুক্ত করার ক্ষেত্রে কারও তেমন উদ্যোগ নেই বলে তার মা জানান।

আলেকজান্দ্রে আরও বলেন, আমি আমার গ্রাম ও পরিবারকে অত্যন্ত ভালোবাসি। আমি কেবলমাত্র অনলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্য নিজের গ্রাম কিংবা বাবা-মাকে ছেড়ে দূরের শহরে যেতে চাই না। অনলাইন ক্লাসে যোগ দিতে প্রতিদিন আমাকে সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হয়, হেঁটে ১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সত্যি অনেক দুঃসাধ্য একটি কাজ। কেউ আমাকে এ সময়ে একটা গাড়ির ব্যবস্থা করে দিল আমার খুব ভালো হতো।

দেশটির সর্বত্র এখনও উন্নত অবকাঠামো না থাকায় এবং একইসঙ্গে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে দেশটির একটি বড় অংশের মানুষের কাছে এখনও ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি।

স্থানীয় গণামধ্যম এমটিসামবেবি অ্যাজেন্সির রিপোর্ট অনুযায়ী বর্তমানে জর্জিয়াতে তিন থেকে ১৭ বছর বয়সী প্রায় ৬ লাখ ৬১ হাজার ৫০০ শিশু রয়েছে যারা দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করছে। এদের মাঝে প্রায় ৫০ হাজার ৪০০ শিশু এখনও ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত এবং অনেকের নিজস্ব কম্পিউটারও নেই।

আপনার মতামত লিখুন :

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতা, সীমাহীন ভোগান্তি ও যাত্রীদের শোচনীয় অবস্থা

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

রাশিয়ার মস্কো হামলার ঘটনা যে পরিমাণ অর্থের বিনিময়ে ঘটেছে

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মিয়ানমার থেকে আরও ১৫০ বিজিপি সদস্য ঢুকল বাংলাদেশে

মিয়ানমার থেকে আরও ১৫০ বিজিপি সদস্য ঢুকল বাংলাদেশে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj