সব
facebook apsnews24.com
মহেশখালীতে পাহাড় কর্তন, ৩টি পিকআপ জব্দ, আটক ১ - APSNews24.Com

মহেশখালীতে পাহাড় কর্তন, ৩টি পিকআপ জব্দ, আটক ১

মহেশখালীতে পাহাড় কর্তন, ৩টি পিকআপ জব্দ, আটক ১

মহেশখালী প্রতিনিধি -৩রা ডিসেম্বর/২০ইং

মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর সবুজ বনায়ন অপরূপ দৃশ্য পাহাড় কেটে মাটি পাচারের সময়, মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা খবর পেয়ে ওই স্থানে তৎক্ষনাত অভিযান পরিচালনা করে ৩রা ডিসেম্বর সকাল ১১টার সময় মহেশখালী পৌরসভাস্থ ডাকবাংলো এলাকা থেকে ৩টি পিকআপ জব্ধ করা হয়। এসময় অন্যারা পালিয়ে গেলেও কাসেম নামের এক ড্রাইভারকে আটক করে নিজ কার্যালয়ে নিয়ে আসেন এসিল্যান্ড।

একদল সংবাদকর্মী সরেজমিন পরিদর্শনে জানাযায়, আটককৃত পিকআপ গাড়ীগুলি ছোট মহেশখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা ও আওয়ামীলীগের লেবাজ ধারী সেকিনেতা রিয়ান শিকদারের ও ভাড়া হরা গাড়ী বলে জানাগেছে ।

বিষয়টি জানতে রিয়ান সিকদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান,ছোট মহেশখালীর টেক অফিসার কে অবহিত করে মাটি কাটা হচ্ছে।

এব্যাপারে পিআইও অফিসে যোগাযোগ করা হলে,টেক অফিসার বিষয়টি সম্পর্কে অবগত নাই বলে সাব জানিয়ে দেয়।

আটককৃত ড্রাইভারের কাছে জানতে চাইলে,সে জানায় যে,রিয়ান সিকদার একজন পাহাড় খেকো, পাহাড় কাটলে পরিবেশের যে ক্ষতি হয়,এ কথা তাকে বারং বার বল্লেও সে কর্ণ পাত করে না। আমরা ড্রাইভারগণ গরীব মানুষ,আমাদের দিয়ে পাহাড় কাটা থেকে শুরু করে যতসব অপকর্ম আছে তা করায়। আমরা নামে মাত্র ড্রাইভার। রিয়ান সিকদারের লোটপাটের অপকর্মের কারণে আজ আমাদের ড্রাইভারদের জেল জরিমানা হচ্ছে।

এব্যাপারে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা’র সাথে যোগাযোগ করা হলে তিনি হুসিয়ারি দিয়ে বলেন, আইন পরিপন্থী কোন খারাপ অপকর্মের সাথে আপোষ নাই। যারা পাহাড় কেটে মাটি পাচারের সাথে জড়িত তাদের এবং জব্ধকৃত গাড়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হবে বলে জানান তিনি।

এদিকে ৩রা ডিসেম্বর বিকালে পাহাড় কাটার দায়ে (গাড়ী ও ড্রাইভার) আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে,বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীগন, পাহাড় খেকো রিয়ান শিকদারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে,ওই সময় জাতীয় দৈনিক সকালের সময় ও বাঁকখালী পত্রিকার মহেশখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহ কে প্রাণনাশের হুমকি দেয়। হুমকি দেওয়ার কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপক ভাবে। ওই কল রেকর্ড নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় বয়ে বেড়াচ্ছে।

উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের কাছে সুষ্টু তদন্ত পূর্বক যথাযত ব্যবস্থা নেওয়ার বিনীত আবেদন জানান।

ছবিরক্যাপশন–মহেশখালীতে পাহাড় কেটে মাটি পাচারের দায়ে রিয়ান সিকদারের ৩টি পিকআপ জব্ধ,আটক-১।

আপনার মতামত লিখুন :

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

ফুলবাড়ী ডিগ্রী কলেজে আন্ত:বিভাগ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলবাড়ী ডিগ্রী কলেজে আন্ত:বিভাগ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj