নিজস্ব সংবাদদাতা
কুষ্টিয়ার আইন ও সংবাদপত্র অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বহু আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক ‘সিরাজ প্রামাণিক’ এর আজ শুভ জন্মদিন।
পত্রিকার পাতা খুললেই যে মানুষটির কলাম চোখে ভেসে উঠে-সে মানুষটি সম্পর্কে দুটি কথা লিখেই জন্মদিনের শুভেচ্ছা জানাই। কুষ্টিয়ার খোকসায় জন্ম নেয়া এ আলোকিত মানুষটি ছাত্র জীবনেই সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। লিখেছেন একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায়। বাংলাদেশের একমাত্র আইনবিষয়ক প্রিন্ট ও ইন্টারনেট মিডিয়া ‘দৈনিক ইন্টারন্যাশনাল’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। আইনবিষয়ক বিভিন্ন সেমিনারে গেষ্ট লেকচারার হয়ে বেড়িয়েছেন সার্কভূক্ত দেশসমূহে। গবেষণার কাজে বেশ কিছু সময় কাটিয়েছেন থাইল্যান্ডের চিয়াং মুই বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে ¯স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এ মানুষটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে দেশবরেণ্য আইনজ্ঞ প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল স্যারের তত্ত্বাবধানে একটি বিরল বিষয়ে গবেষণা করে এম. ফিল ডিগ্রি অর্জন করেন। লেখকের এ গবেষণা অভিসন্ধটি গ্রন্থাকারে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে শোভা পাচ্ছে। লিখেছেন একাধিক আইনবিষয়ক গ্রন্থ। পাঠকনন্দিত হয়েছে বইগুলি। বেশ কিছু গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইনবিষয়ক কলাম লেখায় ২০১১ সালে পান দৈনিক বাংলাদেশ বার্তা পদক, শিশু অধিকার নিয়ে লেখায় ২০১৫ সালে পান ‘জাতীয় শিশু পদক’ ও মানবাধিকার নিয়ে কলাম লেখায় ২০১৬ সালে পান ‘এজাহিকাফ পারফরমেন্স এ্যাওয়ার্ড’।