অ্যাডভোকেটশিপ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি লিখিত পরীক্ষার এই তারিখ নির্ধারণ করেছে বলে বুধবার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর এই লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু, করোনা মহামারির কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল।
বার কাউন্সিলের তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদের হলরুমে অনুষ্ঠিত হয়। কিন্তু, ঢাবি কর্তৃপক্ষ কোভিড-১৯ মহামারির কারণে ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার আয়োজন করতে রাজি ছিল না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ বছর প্রায় ১৩ হাজার প্রার্থী এ লিখিত পরীক্ষায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, প্রার্থীদের একাংশ লিখিত পরীক্ষা ছাড়াই মৌখিক পরীক্ষার মাধ্যমে অ্যাডভোকেটশিপ এনরোলমেন্টের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল।