আসাদুজ্জামান আসাদ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলটেসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (২৩নভেম্বর) দুপুররে দিকে অভিযান চালিয়ে ১শ’৭১ পিস ইয়াবাসহ শরফিুল ইসলাম (২৬) কে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের গোয়লচাতর বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত: আনছার আলীর ছেলে মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি সোহলে পারভজে বিষয়টি নিশ্চিত করেছেন।