যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণ দুই লাখ স্পর্শ করতে পারে বলে কিছুদিন আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের এক উপদেষ্টা। সেই আশঙ্কাকে সত্য প্রমাণ করে দেশটি করোনায় ২৪ ঘণ্টা সংক্রমণ দুই লাখ ছাড়িয়েছে।
বাংলাদেশ সময় শনিবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একদিনে ২ লাখ ১ হাজার ৮৩ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৯৫১ জন।
যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। পরে তা দুই লাখের কাছে এসে ঠেকে। শেষ পর্যন্ত সেটা দুই লাখের অঙ্কও ছাড়িয়ে গেল।
যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ দুই লাখ স্পর্শ করতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম কিছুদিন আগে সতর্ক করেছেন।
এমএসএনবিসি-কে তিনি বলেন, ‘প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশি স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।’
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৮৯ লাখ ২ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ৭৭ হাজার ৫৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৪ কোটি ১ লাখ ৩ হাজার।