সব
facebook apsnews24.com
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুনের কারণ অনুসন্ধান - APSNews24.Com

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুনের কারণ অনুসন্ধান

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুনের কারণ অনুসন্ধান

আদালত প্রতিবেদক
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার আদালত চলাকালীন সময়ে বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আদালতের রেকর্ড রুমে নথিপত্র থাকায়, আগুন নিয়ন্ত্রণে সতর্কতা সঙ্গে পানি ব্যবহার করতে হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ঘটনার সময় মামলার কার্যক্রম পরিচালনা করছিলেন। হঠাৎ বিকেল পৌনে ৫টার দিকে বিকট শব্দ হয়। এতে পুরো এজলাস কক্ষ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

আদালতের এজলাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে আদালত চলাকালীন এজলাসের পেছন দিক থেকে কিছু ধোঁয়া আসছিল। এরপর বিচারক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলেন, ‘দেখেন তো কীসের ধোঁয়া আসতেছে।’ এরপর দেখা যায় এজলাসের পেছনেই মামলার নিস্পত্তিকৃত নথি রাখার স্তুপ থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে মহানগর আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহ আল মামুন বলেন, আমরা ধারণা করছি, বিদ্যুতের শটসার্কিট বা এসি বিস্ফোরণের ফলে এই আগুনের সূত্রপাত হতে পারে।
আদালতের অতিরিক্ত পিপি তাপস বলেন, এটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ কোর্ট। এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলার নথি রয়েছে।

আগুন লাগার পরপরই আদালতের কর্মীরা চেষ্টা করছে গুরুত্বপূর্ণ নথিগুলো সরিয়ে ফেলার। তবে ভেতরে অনেক ধোঁয়ার কারণে কাজে বাধা সৃষ্টি হচ্ছে। তবে কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে আদলত সংশ্লিষ্ট কেউ বলতে পারে নাই।

আপনার মতামত লিখুন :

৪২ লক্ষ মামলাজটে বিচার বিভাগ

৪২ লক্ষ মামলাজটে বিচার বিভাগ

আপিল বিভাগে বিচারকাজ চলাকালে ছাদ থেকে বিচারকদের আসনে বৃষ্টির পানি

আপিল বিভাগে বিচারকাজ চলাকালে ছাদ থেকে বিচারকদের আসনে বৃষ্টির পানি

মাদক মামলার ২৫ আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত

মাদক মামলার ২৫ আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত

হত্যা মামলা নিষ্পত্তিতে দেশ সেরা বিচারক তাজুল ইসলাম

হত্যা মামলা নিষ্পত্তিতে দেশ সেরা বিচারক তাজুল ইসলাম

সভাপতিসহ ০৬টি পদে বিএনপিপন্থী সম্পাদকসহ ০৮ টি পদে আওয়ামীলীগপন্থী আইনজীবীরা বিজয়ী।

সভাপতিসহ ০৬টি পদে বিএনপিপন্থী সম্পাদকসহ ০৮ টি পদে আওয়ামীলীগপন্থী আইনজীবীরা বিজয়ী।

সুপ্রিম কোর্ট বার নির্বাচন:ভোট গণনাকে কেন্দ্র করে মারামারি

সুপ্রিম কোর্ট বার নির্বাচন:ভোট গণনাকে কেন্দ্র করে মারামারি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj