সব
facebook apsnews24.com
আইনি লড়াই সবে শুরু: টিম ট্রাম্প - APSNews24.Com

আইনি লড়াই সবে শুরু: টিম ট্রাম্প

আইনি লড়াই সবে শুরু: টিম ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা নির্বাচনের ফলাফল না মানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, ফলাফলের বিরুদ্ধে আইনি লড়াই কেবলমাত্র শুরু হয়েছে।

‘এই নির্বাচন শেষ হয়নি,’ মন্তব্য করে হোয়াইট হাউজের প্রেস সচিব কেইলি ম্যাকেনানি সংবাদ সম্মেলনে বলেন, ‘এখনো অনেক দেরি।’

ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো অভিযোগের প্রমাণ দিতে না পারলেও এই নারী কর্মকর্তা ট্রাম্পের সুরে কথা বলেছেন।

কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এ কথা বলার আগেই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল বয়কট করেন।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, জো বাইডেন বেশ ব্যবধানে জয়লাভ করেছেন। ইতিমধ্যে অনেক দেশ তাকে অভিনন্দন জানিয়েছে। এমনকি ডেমোক্র্যাট জর্জ বুশও তাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন।

রাশিয়ার মতো কয়েকটি দেশ বলছে আনুষ্ঠানিক ঘোষণার আগে তারা বাইডেনকে অভিনন্দন জানাবেন না।

হারের পর ট্রাম্প শিবির বিভক্ত হয়ে পড়েছে। স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার আগেই তাকে হার মেনে নেয়ার পরামর্শ দেন। এই তালিকায় পক্ষে-বিপক্ষে যোগ দিয়েছেন আরও অনেকে।

নিজস্ব সূত্রের তথ্য উল্লেখ করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দুইজন তাকে ফলাফল মেনে নিতে বললেও তার প্রাপ্তবয়স্ক ছেলেরা লড়াই চালিয়ে যেতে বলেছেন।

ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, প্রেসিডেন্টের জামাতা এবং স্ত্রী ব্যক্তিগত আলাপে ট্রাম্পকে বলেছেন হার মেনে নেয়ার সময় এসেছে।

কিন্তু ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক তাদের জোটসঙ্গীদের মামলার দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ইসরায়েলের এক কমান্ডার বললেন গাজা যুদ্ধে হেরেছে ইসরায়েল

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

ত্রাণের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনি ইসরায়েলী হামলায় নিহত

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনুস ইস্যুতে যা বললো

মিয়ানমার থেকে আরও ১৫০ বিজিপি সদস্য ঢুকল বাংলাদেশে

মিয়ানমার থেকে আরও ১৫০ বিজিপি সদস্য ঢুকল বাংলাদেশে

পাসপোর্ট ছাড়া সৌদি আরবে যাওয়া যাবে!

পাসপোর্ট ছাড়া সৌদি আরবে যাওয়া যাবে!

দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যা বলল ইইউ

দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যা বলল ইইউ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj