সব
facebook apsnews24.com
সুখ - APSNews24.Com

সুখ

আল-আমিন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

সুখ তুমি রয়েছো কোথায়?
তুমি কি টাকা-পয়সা, দালানকোঠা আর জমিজমায়।
অন্যের সম্পদ মেরে, অস্ত্র হাতে খুন রাহাজানি করে,
সুখ পায় কি তোমারে? বসে এসির ঘরে।
মদ, ফেন্সিডিল,গাঁজা থাকা সব নেশায়,
সুখ তুমি কি অসতী নারীর মায়ায়?
রাজকীয় পোশাক, উন্নত খাবার, পড়া অলংকারে,
সুখ তুমি কি মজা-মাস্তি আর বিনোদনে?
বাবুয়ানা ভাব নিয়ে বসে দামী গাড়ীতে,
সুখ তুমি কি লোকের কাছে প্রিয় সাজার মাঝে?
আছে অনেকে,করে সমালোচনা অন্যকে নিয়ে,
সুখ তুমি কি সুদ আর ঘুষের টাকাতে?
বেঈমানী করে চালায় ছুরি বন্ধুর বুকেতে,
সুখ তুমি কি সোনা-মুক্তা আর হিরেতে?
সুখ তুমি নও হেথায়,আছো তুমি সেথায়,
ছনের ঘরেতে চাঁদের স্নিগ্ধ আলো ——-
যেখানে প্রকৃতির শীতল হাওয়া পাওয়া যায়।
সুখ তুমি আল্লাহর করা ইবাদতে,
আছো তুমি!গরীব-অসহায় মানুষদের ভালোবাসাতে।
সুখ তুমি গভীর রাতে নিশ্চুপ নিস্তব্ধতায়,
আছো তুমি গাওয়া প্রকৃতির গান শোনায়।
সুখ তুমি দুখের মাঝে থাকা একটু হাসিতে,
আছো তুমি ইসলাম ধর্ম আর নবীর চলা পথে।
সুখ তুমি সৎ উপার্জনের পরিশ্রমে,
আছো তুমি বিশ্বাস আর সততার মাঝে।
সুখ তুমি সম্মানীর সম্মানে,
আছো তুমি দেশের স্বার্থে করা কাজে।
সুখ তুমি পাওয়া স্থান অন্যের হৃদয়ে ,
আছো তুমি মৃত্যুর ওপারে।

আল-আমিন, কবি ও শিক্ষার্থী (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj