সব
facebook apsnews24.com
- জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’ - APSNews24.Com

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

– জি.এম.শিমুল

আমার সকালটা হয়,
বড্ড অবেলায়।
ঘুম ভংতেই দেখি,
ঘনিয়ে আসে সন্ধা।
ঠিক বুঝিনা আমি!
দিনেরা কি ভালোবাসে না আমায়?
না কি আমি বেখেয়ালি! দিনগুলো দেখতে চাই না আমি।
সত্যিই আমি বুঝি না!
দিনগুলো কেনো যেনো খুজি না।
রাতটাই ভিষন ভালোলাগে,
গল্প করি চাদঁ ও তারার সাথে।
ওরা কখনো প্রশ্ন করে না আমায়
যা বলি তা সোনে নিরবে।
মাঝে মাঝে আবার মুসকিও হাসে।
চাঁদটা তো দেবদাস বটে,
এক ধেয়ানে তাকিয়েই থাকে।
আমিও বুঝি,
চাঁদটাও ভিষন কষ্ট আছে,
পারে না সে বলতে কাউকে।
মন খারাপ হলে,
লুকিয়ে যায় আকাশের বুকে।
তার কান্না গুলো বৃষ্টি হয়ে ঝড়ে।

জি. এম শিমুল
কবি ও সাংবাদিক

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj