সব
facebook apsnews24.com
বইয়ের নাম : ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি লেখক : অধ্যাপক নীহার কুমার সরকার - APSNews24.Com

বইয়ের নাম : ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি লেখক : অধ্যাপক নীহার কুমার সরকার

বইয়ের নাম : ছোটদের রাজনীতি                       ছোটদের অর্থনীতি  লেখক : অধ্যাপক নীহার কুমার সরকার

এপিএস বই পাঠ পর্যালোচনা

বইয়ের নাম : ছোটদের রাজনীতি
ছোটদের অর্থনীতি

লেখক : অধ্যাপক নীহার কুমার সরকার
প্রকাশক : জাতীয় সাহিত্য প্রকাশনী, প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৮, ফাল্গুন ১৪২৪
প্রথম প্রকাশ : ১৯৪২, পুথিঘর,২০৬ বিধান সারণী
কলকাতা ৭০০ ০০৬, মূল্য : ২০০ টাকা

রাজনীতি ও অর্থনীতি প্রসঙ্গে ইংরেজি ও বাংলায় বহু প্রসিদ্ধ গ্রন্থের রচয়িতা অধ্যাপক নীহার কুমার সরকার। অধ্যাপক নীহার কুমার সরকারের লেখা সর্বাধিক পঠিত দুটি বিশিষ্ট গ্রন্থ হলো-‘ছোটদের রাজনীতি’ ও ‘ছোটদের অর্থনীতি’। গ্রন্থ দুটি ১৯৪২ সালে রাজনীতিতে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষালাভের উপযুক্ত করে লিখিত ও মুদ্রিত হয় এবং বহু সংস্করণের মধ্যে দিয়ে গ্রন্থ দুটি রাজনীতি ও অর্থনীতির প্রবেশক গ্রন্থ হিসেবে অপ্রতিদ্বন্দ্বী মর্যাদা পেয়ে আসছে।

ছোটদের রাজনীতি ও ছোটদের অর্থনীতি এই বইটি দুই অংশে বিভক্ত।
প্রথম অংশ- বিশ্ব রাজনীতি এবং
দ্বিতীয় অংশ- বিশ্ব অর্থনীতি।

রাজনীতি অংশে-
পুঁজিবাদ কী? পুঁজিবাদ যেভাবে শ্রমিকদের আয় কমিয়ে দিয়ে গরিব করে দেয় এবং তাদের আয়ের উৎস একেবারে বন্ধ করে দিয়ে কিভাবে ভিক্ষুকে পরিণত করে, পুঁজিবাদ এর ফলাফল তুলে ধরেন অধ্যাপক সরকার।

কিভাবে পুঁজিবাদীরা তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করতে কলোনি সৃষ্টি করে এবং এই কলোনির অধিকার নিয়ে একাধিক দেশের পুঁজিবাদীদের মাঝে যুদ্ধের রূপ ধারণ করে। পুঁজিবাদীরা তাদের কলোনি টিকিয়ে রাখতে ফ্যাসিজম ও নাৎসিজম প্রহরী হিসেবে কাজ করে। এর এই ফ্যাসিজম ও নাৎসিজম শ্রমিকদের দ্বিতীয় বিশ্ব যুদ্ধের জন্য প্ররোচিত করে।

আদি কমিউনিজম থেকে যেভাবে বর্তমান সমাজব্যবস্থায় এসে পৌঁছেছে তার উত্থান পতন সম্পর্কে আলোচনার পাশাপাশি বুর্জোয়া সভ্যতা ও সমাজতন্ত্রের পরিচয় ও সমাজতন্ত্রের উৎপাদন প্লানিং নিয়ে আলোচনা করেছেন অধ্যাপক সরকার।

এছাড়াও রাজনীতি অংশে- ধনিক/ বুর্জোয়া গণতন্ত্র, জনগণের গণতন্ত্র,পৃথিবীর রাজনীতি,ভিয়েতনাম ও কিউবার মুক্তিসংগ্রাম,নয়া সাম্রাজ্যবাদ, মর্কিন যুদ্ধচক্র, জাতিসংঘ,জোট-নিরপেক্ষ আন্দোলন,সোভিয়েত সমাজতন্ত্রের সফল না হওয়ার কারণ, ভারতের জাতীয় সমস্যা,ভারতীয় জাতীয়তাবোধের উদ্ভব, এক অঞ্চল অন্য অঞ্চলকে শোষণ করা ও বিশ্ব রাজনীতির মূলসূত্র সাম্রাজ্যবাদের অন্য কৌশল সম্পর্কে খুব সাবলীল ভাষায় আলোচনা করেছেন অধ্যাপক নীহার কুমার সরকার।

অর্থনীতি অংশে-
অর্থনীতি আমাদের সকলের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এই অংশে অধ্যাপক নীহার কুমার সরকার অর্থনীতির মৌলিক বিষয় গুলো যেমন- উৎপাদন, মূল্য, দ্রব্যের মূল্য নির্ধারণ, বিনিময় ও টাকা,বাড়তি মূল্য,মুনাফা,জমির খাজনা,কোম্পানি ও খোলাবাজার নীতি সম্পর্কে সহজ সরল ভাষায় আলোচনা করা হয়েছে।

আমরা মূলত সামাজিক জীব, রাজনৈতিক জীবও বটে। আমরা রাজনৈতিক বেষ্টিত হয়েই জীবনযাপন করি। তাই রাজনীতির যে প্রাথমিক জ্ঞান তা সবার জন্যই অপরিহার্য বা জানা দরকার।
আপনারা রাজনীতি ও অর্থনীতির বিষয়গুলো যতোটা কঠিন মনে করছেন তারচেয়ে সহজ ভাবে অধ্যাপক নীহার কুমার সরকার এই বইয়ে আলোচনা করেছেন।
রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে আগ্রহী হলে প্রাথমিক ভাবে এই বইটি বেছে নিতে পারেন।

রিভিউয়ারঃ মো: পলাশ হোসেন, বাংলা বিভাগ, ইবি, কুষ্টিয়া, শিক্ষাবর্ষ: ২০১৮-১৯

আপনার মতামত লিখুন :

রিভিউ বই : আওয়ামী লীগ উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০

রিভিউ বই : আওয়ামী লীগ উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০

লজ্জাঃ উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো।

লজ্জাঃ উধোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো।

বুক রিভিউ বই:দিবারাত্রির কাব্য

বুক রিভিউ বই:দিবারাত্রির কাব্য

বুক রিভিউ: ‘মরণ বিলাস’। রচয়িতা আহমদ ছফা।

বুক রিভিউ: ‘মরণ বিলাস’। রচয়িতা আহমদ ছফা।

বই পাঠ পর্যালোচনা: বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যাল এর উপন্যাস

বই পাঠ পর্যালোচনা: বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যাল এর উপন্যাস

আমার আর কোথাও যাওয়ার নেই -সাদাত হোসাইন

আমার আর কোথাও যাওয়ার নেই -সাদাত হোসাইন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj