মধ্য আকাশে ছোট আকৃতির দুটি বিমানের সংঘর্ষে বিধ্বস্ত হয়ে পশ্চিম-মধ্য ফ্রান্সে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের রবাত দিয়ে বিবিসি ও এএফপি এ খবর নিশ্চিত করেছে।
শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তোরে শহরের দক্ষিণ পূর্ব এলাকায় হালকা দুই বিমানের মধ্যে সংঘর্ষটি ঘটে। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে জরুরি ক্রু’সহ ৫০ জন দমকলকর্মীকে ডাকা হয়। ঘটনাস্থল ঘিরে রেখেছে তারা।
এই ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও কেউ আহত হননি বলে জানা গেছে। দুজন লোক নিয়ে তুলনামূলক ছোট বিমানটি আঁচড়ে পড়ে দক্ষিণ-পূর্ণ তোরে থেকে ৪৬ কিলোমিটার দূরের শহর লোকশে টাউনের বেড়ায় ঘেরা একটি বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে বলেন, বাড়িটির বিদ্যুতের মিটারের কাছে আঁচড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটি বিস্ফোরিত হয়।
বিমান দুটির তুলনামূলক বড়টির মডেল ডায়মন্ড ডিএ৪০। এটি পড়ে ১০০ মিটার বেশি দূরে, বসতিহীন এলাকায়। এই বিমানে ছিল তিনজন পর্যটক।
দুই বিমানে থাকা পাঁচজন মানুষেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার কর্মকর্তা নাদিয়া সেগিয়ের এএফপিকে বলেন, “পাঁচজনের মৃত্যু হয়েছে।”
ঠিক কী কারণে বিমান দুটির সংঘর্ষ হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে এবং বাসিন্দাদের ঘরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এএফপি