সব
facebook apsnews24.com
"স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি।" - APSNews24.Com

“স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি।”

“স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি।”

উপমা তৃষা: প্রায় সাত (৭) মাস যাবৎ বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ৮ দফা দাবিতে ইতোমধ্যে আন্দোলন ও করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ আন্দোলন শুরু করেন তারা। মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন।

এ আন্দোলনে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে –
১. স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে
২. বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা ইউনিট ( আইসোলেশন, কোয়ারান্টাইন) চালু করতে হবে
৩. একাডেমিক বিল্ডিং গেট, হল গেট, ডিপার্টমেন্ট গেট, মেইন গেট এসব জায়গায় অবশ্যই হ্যান্ড স্যানিটাইজারের ব্যাবস্থা করতে হবে
৪. শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে
৫. প্রয়োজনে হাইব্রিড সিস্টেম চালু করতে হবে। যেখানে কিছু শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং একই সময়ে কিছু শিক্ষার্থী চাইলে ক্লাস অনলাইনেও করতে পারবে।
৬. বয়স্ক শিক্ষক – কর্মকর্তা / কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে
৭. করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেস ভাড়া, হল ভাড়াসহ বকেয়া ফি মওকুফ করতে হবে প্রয়োজনে সরকারি অনুদান দিতে হবে এবং
৮. হলরুম, গণরুমের স্থায়ী সমাধান করতে হবে।
এছাড়াও এর পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষার্থী তাদের মতামত ব্যক্ত করেন,

এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, প্রায় ৭মাস হতে চলছে বিশ্ববিদ্যালয় বন্ধ। সরকার বলছে করোনা কমুক কিন্তু করোনা কমার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। প্রতিদিনের করোনা আক্রান্তের হার কমে গেছে। দেশের সামগ্রিক সব কিছু স্বাভাবিক, ঐদিন শুনলাম সিনেমা হল গুলো খুলে দিবে। বাকি থাকে শুরু শিক্ষা প্রতিষ্ঠান। তাই আমি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এখন সময়ের দাবি। দেশের সব প্রতিষ্ঠান এখন স্বাভাবিক নিয়মে চলছে। পাবলিক পরিবহন থেকে শুরু করে হাট বাজার কথাও কোনো বাধা নেই। আর এভাবে চলাটায় স্বাভাবিক কারন করোনা থেকে আমরা কবে কখন মুক্তি পাবো কেও নিশ্চিত করে বলতে পারছে না।তাহলে আমাদের বাঁচতে হলে করোনা কে সাথে নিয়ে বাঁচতে হবে।সব প্রতিষ্ঠান খোলা রেখে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে করোনা প্রতিরোধ করা সম্ভব না। এছাড়াও সেশন জট,ফাইনাল ইয়ারের পরীক্ষা কবে হবে বা হলেও রেজাল্ট কবে দিবে এসব অনিশ্চয়তা মানসিক ভাবে বিপর্যস্ত করছে। একইসাথে পারিবারিক চাপ ও আর্থিক সংকট, দুশ্চিন্তা, হতাশা আত্মহত্যার ঝুঁকি বাড়াচ্ছে প্রতিনিয়ত। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত বলেই মনে করি।

একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তিনা জাহান তায়েবা বলেন,
কোভিড 19. বর্তমানের সমস্যা গুলোর মধ্যে এইটা এখন মহামারি আকার ধারণ করেছে।।।প্রথম দিকে করোনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ গুলো অনেক ভালো ছিলো।।। সব স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিছিলো।।প্রথম ভেবেছিলাম ৭ দিনেরই তো ছুটির বাসায় বই পত্র নেওয়া দরকার নাই।।তাই সব কিছু রেখেই নরমাল হলিডে কাটাইতে আসা বাসায়।।কিন্তু এসে একের পর এক বন্ধতে ক্রমশই হতাশ হচ্ছি।।দিন দিন ছুটি বাড়ানোই হচ্ছে।।।সারাদিন বাসায় বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছি।।।এইদিকে বইপত্র, জামাকাপড় কিছুই আনা হয় নাই।।।একদম জেলখানার মতো জীবনযাপন করছিলাম।।বাসায় বসে ভাবি কবে ক্যাম্পাস খুলবে।।আবার সবাই সেই সুস্থ শহরে ফিরে আসবো সেই প্রত্যাশায় অপেক্ষা করি।।।কিছু জিনিস অনেক কষ্ট দেয় , তা হলো এই দুঃসময়ে আমাদের বাবা মা তাদের জীবন হুমকির মুখে দিয়ে বাহিরে বের হয়ে যান।।।কিন্তু তাদেরই বেশি করোনাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।।।তারা বাহিরে যান নিজের জীবনকে ঝুঁকিতে রেখে।সেই তুলনায় আমরা তরুণ সমাজ কম আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।।কিন্তু আমরাই ঘরে বসে।।সরকারের উচিত বিশ্ববিদ্যালয়গুলো নিয়ম মেনে খুলে দেওয়ার যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।।মা বাবাকে বিপদ থেকে রক্ষা করতে পারে।অনেকেই এখন তরুণ বেকার হয়ে বসে আছে কিন্তু বিশ্ববিদ্যালয় আর কলেজ গুলো খুলে দিলে তাদের অভাব গুজতো।।১ম-১০ ম শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে দেশকে সুস্থভাবে চালানো যায় বলে আমি মনে করি।।

কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করে নাহ।সরকারের করোনার নিয়ম মেনে চলার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।। আর নিয়মনীতি মেনে বিশ্ববিদ্যালয় আর কলেজগুলো খুলে দেওয়া উচিত।। সবার সতর্কতা আর সাবধানতায়, পারে এই করোনা মোকাবিলা করতে।।।ভয় না পেয়ে সর্তক হই। ইনশাল্লাহ আমরা সবাই করোনা জয় করতে পারবো।।। অসুস্থ হলে নিয়ম মেনে ঘরে থাকি,ওষুধ সেবন করি ইনশাআল্লাহ সুস্থ হবোই।।।

আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় ।
আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন editor@apsnews24.com এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।

আপনার মতামত লিখুন :

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশ করেছেন ১১ হাজার ৭৩২

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশ করেছেন ১১ হাজার ৭৩২

দু:খের ঘরের সুখপাখিও চলে গেল ওপারে

দু:খের ঘরের সুখপাখিও চলে গেল ওপারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমানের ইন্তেকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমানের ইন্তেকাল

অবন্তিকার মায়ের আহাজারি-মেয়ে আমার বিচারক হতে চেয়েছিল

অবন্তিকার মায়ের আহাজারি-মেয়ে আমার বিচারক হতে চেয়েছিল

জবি ছাত্রীর আত্মহত্যা, রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ

জবি ছাত্রীর আত্মহত্যা, রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ

ঢাকা কলেজ’৯০ এর কমিটি গঠন: সভাপতি সজীব, সাধারণ সম্পাদক রুপন।

ঢাকা কলেজ’৯০ এর কমিটি গঠন: সভাপতি সজীব, সাধারণ সম্পাদক রুপন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj