উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং দক্ষিণ বাংলা রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি” এর বিশ্বস্ত ভ্যান গার্ড ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সুকলাল হালদার এর ছেলে বাবু বিশ্বজিৎ হালদার নান্টু’র নৃশংস হত্যা মামালার মোষ্ট ওয়ানটেড আসামি মোঃ শাকিল ইসলাম রাব্বি (২৫), পিতাঃ মোঃ সেলিম রেজা, সাংঃ- বাহেরঘাট, উজিরপুর, বরিশাল। মোঃ শাকিল ইসলাম রাব্বি মামলা হতে মুক্তি পাওয়ার লক্ষে চাটুকারিতা করে ছাত্রলীগের চাদর গায়ে দিয়ে প্রধানমন্ত্রী’র কাছে সহায়তা কামনা করে অভিনব পদ্ধতিতে সংবাদ সম্মেলন করে নিজের অপকর্ম ঢাকতে ছয় নয় কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা চালাচ্ছে।
চিন্হিত এ ইয়াবা চোরা-কারবারী মোঃ শাকিল ইসলাম রাব্বি তার স্কুল জীবন থেকেই দুই দুইটা ধর্ষন মামালার মূল আসামি, এছাড়াও ঢাকা মোহাম্মদপুর থানায় অস্ত্র মামলাসহ একাধিক মাদক মামলার সাথে জড়িত ছিলো, এছাড়াও মাদক সিন্ডিকেটের হোতা হিসাবে মোহাম্মদপুর ও নিজ থানা উজিরপুরে মাদক সম্রাট হিসাবে অতি পরিচিতি লাভ করে।
অভিযুক্ত মোঃ শাকিল ইসলাম রাব্বি’ পূর্ব ইতিহাস হলঃ-
১. PC & PR (2t7rx) উজিরপুর থানায় মামলা নং: ১৮, তারিখ -২১ সেপ্টেম্বর ২০১৮ইং, জি আর নং: ২২৬/১৮, ধারা: ৩২৬/৩০৭/৩০২/৩৪/১০৯ পেনাল কোর্ড।
২. (GUIB) উজিরপুর থানার মামলা নং : ৩০, তারিখ- ২০ নবেম্বর ২০১১ইং, ধারা: ৯(৪)(খ)/৩০, ২০০০ সংশোধনী ২০০৩ ইং এর নাঃ ও শিঃ নিঃ দমন আইনের এই সে অভিযুক্ত ( তদন্ত প্রাপ্ত)।
৩. (N99Q) উজিরপুর থানার মামলা নং- ১৩, তারিখ- ১৬ জুলাই ২০০৯ইং, ধারা: ১০/৩০ সংশোধনী ২০০৩ সালের নাঃ শিঃ নিঃ দমন আইনের এই মামলায় অভিযোগ পত্রে অভিযুক্ত ও এজাহারনামীয়।
৪. ডিএমপি এর মোহাম্মদপুর থানায় মামলা নং: ৯৬/৯৬, ২৯ জানুয়ারি ২০২০ ইং, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯এ। এছারাও এই রাব্বি’র বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
ভুক্তভোগী প্রয়াত চেয়ারম্যান নান্টুর পরিবারের পক্ষ থেকে জানা যায়, হত্যা, অস্ত্র, মাদক, ধর্ষন মামলার আসামি মোঃ শাকিল ইসলাম রাব্বি বর্তমানে জামিনে বের হয়ে, ভুক্তভোগীর পরিবারের উপর বিভিন্ন ভাবে ভয় ভীতি ও হুমকি দিয়ে বেড়াচ্ছে এবং অভিনব কৌশলে নিজের অপর্কম ঢাকতে ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, এমন কি পুলিশ মহাপরিচালকের কাছে ধর্ণা ধরে কোন সুফল না পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও ঘৃণিত মাদক ব্যবসায়ী সহায়তা প্রার্থনা করেছে? ব্যাপারটি ভাবতে অবাক লাগে সুশীল সমাজের কাছে।
এমন চিন্হিত মাদক সম্রাট ও অস্ত্রধারী সন্ত্রাসী এবং নান্টু হত্যাকারির সর্বোচ্চ শাস্তির দাবি জানায় জল্লা ইউনিয়নের আপামর জনগনসহ উজিরপুর ও বরিশালবাসী।