সব
facebook apsnews24.com
জীবনের ২টি অবস্থা ও অবস্থান। - APSNews24.Com

জীবনের ২টি অবস্থা ও অবস্থান।

জীবনের ২টি অবস্থা ও অবস্থান।

আমরা সহজেই বলে থাকি যে, মানুষের জীবনে দুই ধরনের অবস্থা বিদ্যমান।
তা হচ্ছে সুখ এবং দুঃখ।
কিন্তু এর গভীর বিশ্লেষণ রয়েছে,চলুন আলোচনা করি।
1.সুখঃ-
সুখ বলতে আমরা কি বুঝি? সুখ কি শুধু হাসতে পারা?
না! শুধু হাসতে পারলেই সুখে থাকা যায় না! সুখ হচ্ছে অন্তরের প্রশান্তি। শুধু ধনী হলেই কেউ সুখী হতে পারে না। আবার গরিবরাও যে অসুখী এমনটি নয়। ধরুন একজন শিল্পপতি ব্যবসায়িক চিন্তায় রাতে ঘুমাতে পারছে না। অন্যদিকে একজন দিনমজুর সারাদিন কাজ করে যা উপার্জন করেছে সেটা নিয়েই শান্তিতে ঘুমাচ্ছে। তাহলে দেখুন, সুখটা কোথায়?
সুখ হচ্ছে নিজেকে সঠিকভাবে নিমন্ত্রণ করার ক্ষমতা। আপনি যে অবস্থানে গিয়ে নিজেকে শান্ত করতে পারবেন সেটাই হচ্ছে সুখ।
আপনার লক্ষ্য কিন্তু আপনার সুখকে অনেকটাই নিমন্ত্রণ করে। যেমন ধরুন আপনি 20 মাইল যাওয়ার পরিকল্পনা করেছেন। এখন 20 মাইল এর শেষ সীমানা হচ্ছে আপনার লক্ষ্য। এখন আপনি যতই পথ অতিক্রম করবেন ততই আপনার প্রশান্তি বাড়তে থাকবে, আপনি ততই সুখ অনুভব করবেন।
আইনি ভাষায় সুখ বলতে আমরা বলতে পারিঃ
সুখ হচ্ছে পারিপার্শ্বিক অবৈধতা এরিয়ে নিজেকে সন্তুষ্ট রাখার সীমাবদ্ধ প্রত্যাশা।
কেউ যদি আপনাকে বলে যে,, “কেমন আছেন?” আপনি অধিকাংশ ক্ষেত্রেই বলবেন “ভালো আছি!” আপনি যদি কষ্টেও থাকেন তবুও আপনি এটা বলেন।
আপনি “কেমন আছেন” সেটা শুধু আপনিই জানেন, কারণ আপনার প্রশান্তি শুধুই আপনার প্রত্যাশা এবং লক্ষ্য কেন্দ্রিক হয়ে থাকে। যে আপনার লক্ষ্য সম্পর্কে বেশী জানে সে আপনার সুখ-দুঃখ সম্পর্কে অন্যদের চেয়ে বেশী অনুধাবন করতে পারে।
কষ্ট লুকিয়ে হাসা সহজ,,,,,কিন্তু হাসি লুকিয়ে কষ্ট প্রকাশ করা মোটেও সহজ নয়।
2.দুঃখঃ-
সাধারণত দুঃখ বলতে অপূর্ণ ইচ্ছাগুলিকে বোঝানো হয়ে থাকে। আমরা যখন স্বাধীনভাবে কোন কাজে বাধাগ্রস্থ হই তখনই আমাদের মনে দুঃখ বাসা বাধে।
যত কষ্ট, ব্যথা, অলব্ধ স্মৃতি ,,,,সবই আমাদের দুঃখের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে।
তবে, দুঃখের সাথে আমাদের জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
তা হচ্ছে চিন্তা ও ভাবনা।
চিন্তা বলতে আমরা কি বুঝি? চিন্তা হচ্ছে দুঃখ, কষ্টের প্রাথমিক ধাপ। আমরা যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করি তখন আমাদের সরীর শারীরিক অসুস্থতার চেয়েও বেশী অসুস্থ হয়ে যায়, বুকের ব্যথা শুরু হয়ে যায়। চিন্তার সমাধান করতে পারলে তো ভালোই, আবার স্বাভাবিক অবস্থায় ফেরা যায়।
আর সমাধান না করতে পারলেই শুরু হয় দুঃখ, কষ্ট, বেদনার ধাপ। কেউ কেউ সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে বসে।
আর ভাবনা হচ্ছে কোন বিষয় নিয়ে কল্পনা করা। আমাদের জীবনে সুখ এবং দুঃখ যতটা স্থায়ী, ভাবনা তার চেয়ে বেশী স্থায়ী এবং শক্তিশালী। ভাবনা বলতে বুঝায় স্বপ্ন পূরণের জন্য প্রত্যাশাগুলোকে কল্পনা করা। ভাবনা না থাকলে মানুষ বেচে থাকতে পারতো না। কেউ সারাদিন ভাবনার জগতে থাকলেও কখনো তাঁর বুকে ব্যথা হয় না। কারণ ভাবনা হচ্ছে চিন্তার বিপরীত। চিন্তার সৃষ্টি হয় কোন সমস্যায় পরার পর, কিন্তু ভাবনার সৃষ্টি হয় সবসময় ভবিষ্যৎ নিয়ে। মানে একটি ঘটনা ভবিষ্যতে ঘটলে সুখ আসবে, আর না ঘটলে দুঃখ আসবে। এটাই হচ্ছে ভাবনা। এটি আমাদের মনে সবসময় আশার সঞ্চার ঘটায়। যেই আশা নিয়েই আমরা বাচতে পারি। এই আশা পূরণ হবে কিনা আমরা কেউ জানি না।
মানুষ সবসময় লক্ষ্য এবং স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়েই ভাবনার উদ্ভব ঘটায়।
যেমনঃ
কারো ইচ্ছা বিসিএস কেডার হওয়া। তার মাথায় সবসময় একটাই জিনিস ঘুরপাক খাচ্ছে। তখনই তার মনে ভাবনা চলে আসে,,,, সে ভাবতেছে যে, সে কেডার হয়ে গেছে। অনেক মানুষ তাকে বাহবা দিচ্ছে । সে তাঁর অফিসে বসে আছে। সে সুন্দর একটি লাইফ পরিচালনা করতেছে, ইত্যাদি ইত্যাদি । এই ভাবনা পুরণ হবে কিনা কেউ জানে না তবুও মনের ভেতর ঘুরপাক খায় এসব দিবাস্বপ্ন। এই ভাবনার জন্যই সে বেচে আছে।
আবার, কেউ যখন কাউকে সত্যিকারের ভালোবাসে তখনও ভাবনার সীমা থাকে না। তারা ভাবে, প্রিয় মানুষটি কি রং এর সাড়ি পড়লে ভালো মানাবে, কোন টিপ দিলে সুন্দর লিখবে? কল্পনায় তারা বিয়ে করে, সুখের সংসার বাধে। আরো অনেক কিছু, যেগুলো আমরা সাহিত্যচর্চা করলে আরো বেশী জানতে পারি।
আসলে ভাবনা বাস্তবতার সাথে সাংঘর্ষিক,,,কিন্তু এই ভাবনাই লক্ষ্য অর্জন করতে প্রধানভাবে সাহায্য করে। মানে ভাবনার মাধ্যমেই বাস্তবতাকে ধরার এক অস্বাভাবিক প্রচেষ্টা ও শক্তি কাজ করে।
সবার জীবনেই কোন না কোন ভাবনা থাকে। আর এই ভাবনাকে বাস্তবে রূপদান করার জন্যই আমাদের এই বিশাল কর্মক্ষেত্র, আমাদের এই জীবনের পথ ধরে এগিয়ে চলা। আপনার স্বপ্ন এবং লক্ষ্যকে আপনি যত বেশী ভাবতে পারবেন আপনি তত বেশী সফলতার কাছাকাছি যেতে সক্ষম হবেন।
এই ভাবনাগুলো সবারই ব্যক্তিগত বিষয়। হতে পারে অন্যদের কাছে মূল্যহীন/অর্থহীন।
ভাবনা/লক্ষ্য/স্বপ্ন যদি সফলভাবে অর্জন করা যায় তাহলে জীবনে আসে অপরাজিত সুখ।
আর ভাবনা/লক্ষ্য/স্বপ্নের ব্যর্থতা বয়ে আনে চিন্তা, দুঃখ, কষ্ট আর সীমাহীন বেদনা। জীবন যেন অসহনীয় করে তোলে।
তাই, আমরা যেন চিন্তাকে দূরে রেখে ভাবনাকে সমৃদ্ধ করে সগর্বে সফলতার শেখরে পৌঁছতে পাড়ি।

আপনার মতামত লিখুন :

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বাজিমাত, ম্যাচসেরা মোস্তাফিজ

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

শক্তিমান অভিনেতা সব্যসাচী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

সরকার এর বেঁধে দেওয়া দামে মিলছে না নির্ধারিত পণ্য

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিপুণ প্যানেলের সভাপতি মাহমুদ কলি

মুস্তাফিজের অস্ত্রে বিশ্বাস রাখছে চেন্নাই সুপার কিংস

মুস্তাফিজের অস্ত্রে বিশ্বাস রাখছে চেন্নাই সুপার কিংস

Cambodian Genocide and its Global Ramifications

Cambodian Genocide and its Global Ramifications

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj