নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরে ইটভাটায় একটি ব্রিজ ভেঙ্গে পানিতে ডুবে সজল বেপারী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার চরমুগরিয়া হাজরাপুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। সজল বেপারী মাদারীপুর পৌরসভার মধ্য খাগদী এলাকার ইনছু বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরমুগরিয়ার হাজরাপুর ব্রিজের পাশে মের্সাস ইদ্রিস মোল্যা ব্রিকস-২ নামের ইটভাটার মাঝে ছোট শাখা খালের উপর নিজস্ব তৈরীকৃত ব্রিজ দিয়ে ইট ভাঙ্গার কাজ করার জন্য, ইটভাঙ্গার মেশিন নিয়ে ভাটায় আসতেছিল সজলসহ আরও ৪ জন শ্রমিক। এসময় ব্রিজের ওপর উঠলে ইটভাঙ্গার মেশিনসহ সকল শ্রমিক পানিতে পড়ে ডুবে যায়। অন্য ৪ জন শ্রমিক আহত অবস্থায় উপরে উঠতে পারলেও সজল মেশিনের নিচে আটকে পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন এসে মেশিনের নিচে পানির মধ্যে থেকে সজলের মৃতদেহ উদ্ধার করে। পরে সদর থানা পুলিশ গিয়ে মৃতদেহ থানায় নিয়ে আসে।
মোল্যা ব্রিকসের মালিক ইদ্রিস মোল্যা সংবাদিকদের জানান, আমি ওই ব্রীজ ভ্যান নেয়ার জন্য তৈরী করেছি। তাদেরতো ওই ব্রীজ দিয়ে ইটভাঙ্গা মেশিন নিতে বলা হয় নাই।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।