জিএম সোলায়মান,আমতলী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন আবাসনের একতলা ভবন থেকে পড়ে মোতালেব হোসেন (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামের ৯ নম্বর প্যাকেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের আকুব আলীর ছেলে। তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মোতালেব হোসেন আবাসনের কাজ করতে একটি একতলা ভবনে উঠেন। এসময় তিনি পা পিচলে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।