সব
facebook apsnews24.com
মনোহরদীতে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যের উদ্বোধন - APSNews24.Com

মনোহরদীতে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যের উদ্বোধন

মনোহরদীতে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যের উদ্বোধন

তন্ময় কুমার সাহা, নরসিংদী প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নরসিংদীর মনোহরদীতে ‘স্বাধীনতার সংগ্রাম’নামে একটি ভাস্কর্যে উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ শুক্রবার বিকেলে মনোহরদী পৌরসভা কার্যালয় চত্বরে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভাস্কর্যটির উদ্বোধন করেন তিনি।
ভাস্কর্য নিয়ে মুগ্ধতা প্রকাশ করে শিল্পমন্ত্রী বলেন, এই ভাস্কর্য অনেক সুন্দর এবং ইতিহাস সমৃদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের সেই চিরচেনা অভিব্যক্তিকেই এই ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে। এই ভাস্কর্য মনোহরদীবাসীর জন্য একটি মাইল ফলক।
পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের প্রশংসা করে মন্ত্রী বলেন, তরুণ এই মেয়র বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মনোহরদী পৌরসভাকে একটি আধুনিক এবং নান্দনিক পৌরসভা হিসেবে রূপান্তর করছে। বিগত পৌর নির্বাচনের আগে পৌরবাসীকে উন্নয়নের যেসব আশ্বাস দিয়েছিলাম এই মেয়র তা বাস্তবায়ন করে চলছেন।
মন্ত্রী আরো বলেন, নরসিংদী জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তাছাড়া শিগগিরই মনোহরদীতে একটি শিল্পপার্ক উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।
মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ চন্দন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী প্রমুখ। এ ছাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের পাঁচবার নির্বাচিত এমপি আব্দুল হাই আর নেই

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের পাঁচবার নির্বাচিত এমপি আব্দুল হাই আর নেই

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

দেশে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, প্রধান বিচারপতি

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কাওলা শিয়ালডাঙ্গায় পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ।

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj