আগামী দুই বছরের মধ্যে করোনা মহামারির অবসান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
জেনেভায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মহামারির অবসান দুই বছরে হয়েছিলো। কিন্তু বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তির কারণে খুব অল্প সময়ের মধ্যে বিশ্ব এই ভাইরাস প্রতিরোধ করতে পারে।
বিশ্বের সকলকে করোনা ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গেব্রেয়াসুস আরো বলেন, দূরত্ব না মানা হলে এই ভাইরাস ছড়ানোর ভালো সম্ভাবনা আছে। কিন্তু আমাদের কাছে এটা বন্ধ করার প্রযুক্তি এবং জ্ঞান আছে ।
১৯১৮ সালের প্রাণঘাতী স্প্যানিশ ফ্লুতে কমপক্ষে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এবারের করোনা ভাইরাসে এ পর্যন্ত কমপক্ষে আট লাখ মানুষ মারা গেছেন। এছাড়া বিশ্বজুড়ে এ পর্যন্ত ২ কোটি ২৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।