কলারোয়া,প্রতিনিধি: কলারোয়া পৌরসভা ৩নং ওয়ার্ডে গদখালী ঝিকরা মৌজায় হাল দাগ ৮১৮৬ ডি পি খতিয়ান নং ৫৩৫. কোটে মামলা চলমান অবস্থায় বিবাদী এ কে এম নুরুল ইসলাম কোর্টের আদেশ অমান্য করে বিল্ডিং করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার(৯ আগস্ট) সকাল দশটার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় যে এই জমি নিয়ে কোটে মামলা চলছে ,, কিন্তু বিবাদী কোন কিছু তোয়াক্কা না করেই অমীমাংসিত জমিতে বিল্ডিং তৈরি করছে। মামলার বাদী মোমেনা খাতুন জানান তিনি সহ ৬ বোনের জায়গায় যাতায়াতের পথ দখল করে বিল্ডিং নির্মান করিতেছে নুরুল ইসলাম।
এ ব্যাপারে মোমেনা খাতুন বাদী হয়ে গত ১৬/৭/২০তে সাতক্ষীরার সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত, বাদীর প্রার্থনা মোতাবেক বিবাদী কেন বিল্ডিং এর কাজ বন্ধ করবে না এই মর্মে আদেশ প্রদানের নোটিশ করেন এবং ১৫ দিনের মধ্যে বিবাদী পক্ষকে কারন দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু নুরুল হক কোন কিছু না মেনে গায়ের জোরে সম্পূর্ন অন্যায় ভাবে যাতায়তের পথ সহ জায়গা দখল করে পাকা বিল্ডিং নির্মান করছে মোমেনা খাতুন অভিযোগ করেন।
এ বিষয়ে বিবাদী ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে কোর্টের আদেশ মেনে বিল্ডিংয়ের কাজ করছি এবং কোর্টে জবাব দিয়েছি।