কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর ও কল্যাণপুর গ্রামের ৫০ বিঘা ও প্রায় ৮০ টি পরিবার পানিতে নিমজ্জিত হয়েছে ১০০ ফুট ড্রেনেজ ব্যবস্থায় বাধা সৃষ্টি করার কারনে।
বৃহস্পতিবার সরেজমিন গেলে দুটি গ্রামের সমস্যাগ্রস্থ একাধিক পরিবারের মধ্যে সিদ্দিকুর রহমান, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন,আইয়ুব আলী,আব্দুর রহিম, মোঃ সামছুদ্দিন ও বাদশা হোসেন সহ একাধিক ব্যক্তি পানি নিষ্কাশনের বাধাগ্রস্ত স্থানে উপস্থিত থেকে জানান মকছেদ আলীর ছেলে মুন্তাজ আলীর বাগান থেকে সরকারী খালের মাঝে ১০০ ফুট দুরত্ব। এই স্থানে পাইপ দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হলে এই ৫০ বিঘা জমিতে ৩ বার ধান আবাদ করা সম্ভব। কিন্তু উল্লেখিত জমির মালিক পানি নিষ্কাশনের জন্য পাইপ বসাতে গেলে বাধা সৃষ্টি করে। যেকারনে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সমস্যা নিরসনের জন্য দরখাস্ত প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান বলেন বছরের এই সময়ে নিম্নাঞ্চলের সব এলাকাতেই অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে শুধু ১০০ ফুট পাইপের মাধ্যমে যদি ৫০ বিঘা জমি আবাদ করা সম্ভব হয় সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।