মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধি:
বরগুনা পৌরসভার চার নং ওয়ার্ডের ক্রোক এলাকার একটি হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এবিষয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগে করেন, ক্রোক এলাকার বলহরি সরকার ও বিজয় কৃষ্ণ রায়ের সাথে দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। সামান্য বৃষ্টি হলেই বলহরির ঘরে পানি ঢুকে, তাই গত ২৬ জুন সকাল সাড়ে ৮ টার দিকে বলহরির বশত ঘর মেরামত করতে গেলে বিজয় কৃষ্ণের লোকেরা পূর্ব শত্রুতার জেরে বলহরি সরকারের বসত ঘর ভাংচুর শুরু করে। এ সময় বলহরির পরিবার বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্র এবং লাঠিসোঠা নিয়ে হামলা করে বিজয় কৃষ্ণের লোকজন। এ ঘটনায় গুরুত্বর আহত হয় বলহরি সরকার, স্ত্রী আশা রাণী ও তার শ্যালক সুকদেব সরকার সহ কয়েকজন। পরে আহতরা আইনী সহায়তার জন্য বরগুনা থানা পুলিশের ধারস্থ হলে তারা মামলা নিতে টালবাহানা করে।
বলহরির স্ত্রী আশা রাণী অভিযোগ করেন, থানা পুলিশ তাদের থানা কম্পাউন্ডে বসিয়ে রেখে বিজয় কৃষ্ণ গংদের কাছে প্রভাবিত হয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ পূর্বক ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
আশা রাণী আরও বলেন, বরগুনার সদ্য বদলীকৃত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শাহজাহান তাদের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ৫০ হাজার টাকার বিনিময়ে তাদের বসত বাড়ি ছেড়ে যেতে বলেন। উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি প্রতিপক্ষের কাছ থেকে মামলা নিয়ে আমাদের হয়রানি করছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুকদেব এর স্ত্রী মিতু রাণী, বলহরির দুই মেয়ে কাকুলী রাণী, মাধবী রাণী, মেয়ের জামাই বিপুল মিত্র সহ পরিবারের সদস্যরা।