জিয়াউল কবীর স্বপন, ব্যুরোপ্রধান,(রাজশাহী):
উন্নত বাংলাদেশ গঠন তরান্বিতের মাধ্যমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সুনিশ্চিত করনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এপিএ চুক্তি স্বাক্ষর করেছে। ২০২১ ইং সালের মধ্যে প্রকল্প প্রনয়ন যাত্রা করে তা ২০৪১ ইং সালের মধ্যে বাস্তবায়নে পুলিশের যথাযথ ভুমিকা ও কার্যসূচীকে এগিয়ে নিতে আজ দুপুর বেলায় পুলিশের ক্রাইম ও সাধারণ বিভাগের মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়।
মতিহার,বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাংগা নিয়ে গঠিত চারটি ক্রাইম ব্রাঞ্চের সাথে সাধারণ পুলিশের এ কর্মসূচী অবহিত করন চুক্তিনামা সম্পাদন সভায় উপাস্থিতি ছিলেন আরএমপি কমিশনার হুমায়ন কবির, উপপুলিশ কমিশনার তরিকুল ইসলাম, উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম,উপ কমিশনার রশিদুল হাসান, উপ কমিশনার গোলাম রুহুল কুদ্দুশ প্রমুখ। আরএমপি’র কনফারেন্স রুমে আয়োজিত এ চুক্তিপত্র সম্পাদন সভায় বাংলাদেশ পুলিশের আরএমপি উক্ত রুপরেখা সঠিকভাবে বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ উপহার দিতে সমর্থ হবে বলে আশা ব্যক্ত করা হয়।