দৈনিক প্রথম আলোতে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল মাহবুবে আলম ও ভাইস চেয়ারম্যান এর বক্তব্যের প্রতিবাদে আগামী ১২ই জুলাই , ২০২০ ইং তারিখে অনশনরত শিক্ষানবিশ আইনজীবীদের প্রেস কনফারেন্সে একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান দাবী করেছে আন্দোলনরত শিক্ষানবিশ আইনজীবীগণ।
প্রায় তিন বছর যাবৎ বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণ এনরোলমেন্ট পরীক্ষায় প্রসেস সম্পন্ন না হওয়ায় ২০১৭ ও ২০২০ সালে এম.সি.কিউ উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তি করার দাবিতে গত ৭ই জুলাই, ২০২০ ইং, রোজ মঙ্গলবার থেকে শিক্ষানবিশ আইনজীবীরা বাংলাদেশ সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে অনশন করে আসছে কিন্তু ১২ই জুলাই প্রথম আলোতে শিক্ষানবিশ আইনজীবীদের অনশন ও দাবি নিয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম ও ভাইস চেয়ারম্যান জনাব ইউসুফ হোসাইন হুমায়ূন মহোদয় যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতিবাদে আগামীকাল ১২/০৭/২০২০ ইং রোজ সোমবার, দুপুর ১২.০০ ঘটিকায়, শিক্ষানবিশ আইনজীবীদের অনশনস্থল, বাংলাদেশ সুপ্রীমকোর্ট এর সোনালি ব্যাংক শাখার সম্মুখে অনশনরত শিক্ষানবিশ আইনজীবীদের উদ্যোগে প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়।
উক্ত প্রেস কনফারেন্সে আপনার স্বনামধন্য গণমাধ্যমের একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান প্রেরণের জন্য আন্দোলনরতদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
অনুরোধক্রমে_
এ কে মাহমুদ
সুমনা আক্তার লিলি
আইনুল ইসলাম বিশাল