প্রদীপের আগুন উস্কে দেওয়া কাঠি, বাড়ন্ত কুমড়োলতার বেড়ে ওঠার মরা ডাল;
স্বীকৃতি মিলবে না, হঠাৎ সুন্দরের তাপে।
কতো মাঠ হারিয়ে গেছে বককাটা ঘুড়ির মতো, নবজাতক বাছুরের অভিশাপে।
লড়াই?
আজকের শিশুর যিশু হওয়ার সুযোগ নাই।
মানবিক মানুষের অর্কেস্ট্রায় সাম্প্রদায়িক বেহালা,
পাষাণপ্রাণ মহাজন জোরকরে কাঁদে!
হৃদয় কিংবা পাখির চলন, নিয়ন্ত্রিত হোক;
অথবা ফেটে যাক, ছোটমানুষের নিশ্বাসের ঢাক।
ওম শান্তি! ওম শান্তি!! ওম শান্তি!!!
কুয়াশা মূর্খ
পাণ্ডুলিপি – #ঠোকর।
আষাঢ়, ১৪২৭ | #মহানন্দালয়