হারুনর রশিদ,মহেশখালী,কক্সবাজার-৫জুলাইকক্সবাজারের মহেশখালী থানার নবাগত ওসি দিদারুল ফেরদাউস এর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই গাজী মোর্শেদ আলম, এসআই বোরহান,এসআই রাজীব বডুয়া,এএসআই কুসুম বড়ুয়া,এএসআই হাইসিং সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বড় মহেশখালী,কুতুবজোমসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় রবিবার ৫জুলাই বিকালের দিকে।
৮শ,৩০পিছ ইয়াবা,গাঁজা ৫০পুরিয়া গাঁজা ও নগদ ৮হাজার ৩শ ৫০টাকা/-সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আমানুল করিম(৩৮),গিয়াস উদ্দিন(৩৯)ও তার স্ত্রী ফাতেমা বেগম কে গ্রেপ্তাতার করা হয়। এরা সকলেই বড় মহেশখালীর ইউনিয়নের বলে জানাগেছে।অপরদিকে নুরুল আলম(২৯) ও মোঃবেলাল হোসেন(৩০) কে ১৫লিটার বাংলা মদসহ বড় মহেশখালীর মাহারাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।স্থানীয়রা জানিয়েছেন মাদক ব্যবসায়ীদের কারনে এলাকাবাসী অতিষ্ট। মাদক কারবারিদের গ্রেপ্তাতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শান্তিপ্রিয় লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলে।
রবিবার বিকালে থানার পুলিশ কয়েকটি ইউনিটে ভাগ হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তাতার করতে সক্ষম হয়।
মহেশখালী থানার নবাগত ওসি দিদারুল ফেরদাউস জানান, মাদক কারবারি,সন্ত্রাসী,বনদস্যু, জলদস্যু যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। হয় তারা আত্নসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আর নাহয় করুন পরিনতি ভোগ করতে হবে। গ্রেপ্তাতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান ওসি।