রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী প্রতিনিধি,
জেলা প্রশাসন, পটুয়াখালী এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা দিয়ে যাচ্ছে। কিন্তু শ্রেণিকক্ষ ও একাডেমিক ভবনের অভাবে এতদিন পর্যন্ত কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করা যায়নি। এ সমস্যা থেকে উত্তরণের জন্য বিদ্যালয় প্রাঙ্গনে তিন তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী নির্মাণাধীন তিনতলা ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; জনাব মোঃ আবদুস সাত্তার হাওলাদার, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, পটুয়াখালী; জনাব মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাব মো: শাহজালাল, প্রধান শিক্ষক, পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক ঠিকাদারী প্রতিষ্ঠান ‘দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ এবং ‘নবারুন ট্রেডার্স লিমিটেড’ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কাজের মান ঠিক রেখে দ্রুত সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।
আশা করা যাচ্ছে শীঘ্রই ভবনটির নির্মাণ কাজ শেষ হবে এবং কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে