আহম্মেদ কাওসার (ইবু), ভ্রাম্যমাণ প্রতিনিধি: আাজ ২ জুলাই বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ইট ভাটার দক্ষিণ পাশের একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।মামুনের পরিচয়ে জানা যায় তিনি পটুয়াখালী পৌর নিউ মার্কেটের নাজ সুজ দোকানের মালিক ছিলেন। টেংরাখালীর মিঠাপুর গ্রামের মৃত্যু মো. সোহরাব হাং এর পুত্র মামুন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর মামুনের মোবাইলে একটি কল আসলে তার সঙ্গে কথা বলে বাহিরে চলে যায়। পরে রাত ১১টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেলে অনেক খোঁজাখুঁজি করেও মামুনের সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে মামুনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি কোপের দাগ রয়েছে। পূর্ব শক্রতার জেরে খুব কাছের বা পরিচিত কোনো প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ সন্ধ্যায় বাসায় পৌঁছলে তার মোবাইলে একটি কল আসলে কথা বলে মামুন বাহির হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। আসামীদর গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।