রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী প্রতিনিধি, পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড- ১৯ এর দুর্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার বিতরন করেছে রোটারী ক্লাব পটুয়াখালীর সদস্যরা।
পটুয়াখালী পৌরসভার পুরাতন হাসপাতাল এলাকায় শতাধিক কর্মহীন নারী পুরুষের মাঝে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরনের মধ্য দিয়ে আহার প্রতিদিন কর্মসূচীর উদ্বোধন করেন পটুয়াখালী রোটারী ক্লাবের অন্যতম সদস্য পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে খাদ্য বিতরন করেন রোটারী ক্লাব পটুয়াখালীর সভাপতি নাসরিন মোজাম্মেল এমা, সাধারন সম্পাদক কামরুননাহার, ডাঃ হাফিজুর রহমান, উপাধ্যক্ষ এস এম কবির, আনিসুর রহমান, সাইদুর রহমান লেলিন, রাইসুল ইসলাম, মলয় কর্মকার, রফিক সিকদারসহ অন্যান্য রোটারিয়ান।
পৌরসভার পাঁচটি স্থানে দুই শতাধিক কর্মহীন মানুষের মাঝে দুপুরের আহার বিতরন করা হয়েছে বলে রোটারিয়ানরা জানান। এ মানবিক সহায়তা চলমান থাকবে বলে রোটারি ক্লাবের সভাপতি নাসরিন মোজাম্মেল এমা জানান।