রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী প্রতিনিধি,
পটুয়াখালী সদর উপজেলাধীন,মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের,এক উদ্দ্যোমী তরুন যুবক গাজী মোঃশিহাব-উদ্দীন কতৃক তার ফেইসবুক আইডিতে বশাকবাজার টু হাজিখালি রাস্তার ও জনগনের ভোগান্তির কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়,এবং ইউনিয়নের জনগনের ভোগান্তি দূর করার লক্ষ্যে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন করা হয়।যথাযথ সময়ে বিষয়টি কেউ দৃষ্টি না দেওয়ায়,তারা নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নেমে পরেন।কাজটির নেতৃত্ব দিয়ে সাথে ছিলেন হাজীখালীর শাহ-আলম হাওলাদার গাজী মোঃশিহাব-উদ্দীন, কাওসার,সাকিব মাদবর,সাকিল মৃধা,আরিফুল ইসলাম,হাসিব প্যাদা,তারিক চৌকিদারসহ এলাকার কতিপয় যুবকবৃন্দ।
এসময় তারা জানিয়েছেন-“সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন সম্ভব না,আমরা আগালে আগাবে দেশ ও সমাজ”,এই রাস্তাটি ৪ টি ইউনিয়নের যোগাযোগ মাধ্যম।প্রায় লক্ষাধিক লোক এই রাস্তা দিয়ে চলাচল করে,অনেক অটো,বাইক,টমটম চলাচল করে।কয়েকটি এক্সিডেন্টেরও সম্মুখীন হয়েছেন অনেক লোকজন,তাই জনগনের ভোগান্তি দূর করার লক্ষ্যে আমরা অটোচালক ভাইদের কাছ থেকে টাকা তুলে নিজেদের অর্থায়নে, সমাজের স্বার্থে এগিয়ে এসেছি।এসময় তাদের কাজের প্রশংসা করেন পটুয়াখালী আসনের মহিলা এমপির ছেলে তাজ হোসেন তালুকদার হৃদয়।ভবিষ্যতে যেকোনো কাজে তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
এসময় তরুন সমাজসেবক গাজী শিহাব -উদ্দীন বলেছেন-” আমরা নেশায় আসক্ত না,আমরা ভালোবাসায় আসক্ত।দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ,অতি শীঘ্রই যেন আমাদের মাদারবুনিয়া ইউনিয়নের বশাকবাজার, হাজীখালী রাস্তা,ও বোতলবুনিয়া, কাজিরহাটের রাস্তার সংস্কার করা হয়।তাহলে,মানুষের ভোগান্তি দূর হবে,মানুষ দোয়া করবে।এই বলে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
তাদের এ কাজের প্রশংস্যা করেন সমাজের সর্ব স্তরের জনগন।যে কাজ জনপ্রতিনিধিরা করতে সক্ষম হয়নি।তা করেছেন এই সকল যুবকরা।
ওদের মতো সবাই অগ্রসর হলে এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ,শেখড় থেকে শিখড়ে।